somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঙালির ঐতিহাসিক সর্বজনীন স্লোগান - ২ : লাঙল যার জমি তার, ঘাম যার দাম তার

২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পাক-ভারত উপমহাদেশে কখন থেকে স্লোগান ব্যবহারের সূত্রপাত তা নিশ্চিতভাবে জানা যায় না। স্লোগান ব্যবহারের সূত্রপাত যে মোটামুটি ব্রিটিশ আমলেই হয়েছে তাতে কোনো দ্বিমত নেই। তবে শুরুতে খুবই সীমিত পরিসরে কিছু জমিদারি প্রথার বিরুদ্ধে কিংবা খাজনা আদায়ের বিরুদ্ধে কোনো কোনো এলাকায় স্লোগান ব্যবহার হয়েছে। বাঙালি জাতির ইতিহাসে আন্দোলন, দাবী, বিপ্লব, প্রতিবাদ, উৎসব, উদযাপন, নির্বাচন ইত্যাদি কারণে যেসব স্লোগান দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিল সেগুলোর মধ্যে কালক্রমে দ্বিতীয়টি হল 'লাঙল যার জমি তার, ঘাম যার দাম তার'।

২। লাঙল যার জমি তার, ঘাম যার দাম তার

১৭৯৩ সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। ফলে কৃষকরা জমিস্বত্ব হারায়, জমিদাররা জমির মালিক বনে যায়। জমির মালিক হওয়ায় জমিদাররা কৃষক প্রজাদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায় আদায়ের নিমিত্তে নানা ধরনের নির্যাতনমূলক ও অমানবিক ব্যবস্থাও গ্রহণ করে। এ সময় কৃষকদের আন্দোলনের মুখে বৃটিশ সরকার ১৮৮৫ সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাস করে। এতে কৃষক জমির স্থায়ী দখলিস্বত্ব পেলেও অনেক কৃষক এ আইনের আওতায় আসতে ব্যর্থ হয়। এ কে ফজলুল হক মুসলিম লীগের মাধ্যমে রাজনীতি শুরু করলেও কৃষকদের দুর্দশা দেখে তাদের জমিদার শ্রেণীর নির্যাতনের হাত থেকে মুক্তি ও জমির ওপর তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য কৃষকদের পাশে দাঁড়ানো মনস্থ করেন। উল্লেখ্য, বিবিসি বাংলার জরিপে শ্রোতাদের মনোনীত শীর্ষ কুড়িজন বাঙালির তালিকায় চতুর্থ স্থানে আসেন এ কে ফজলুল হক। অবিভক্ত বাংলার জাতীয় নেতা আবুল কাশেম ফজলুল হক তাঁর রাজনৈতিক প্রজ্ঞা এবং দূরদর্শিতার জন্য সুপরিচিতি ছিলেন। তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী।

কলকাতা হাইকোর্ট যেখানে ফজলুল হক প্রায় ৪০ বছর আইন প্র্যাকটিস করেছেন

১৯৩০-১৯৩৫ সালের মধ্যে বাংলার বেশ কয়েকটি জেলায় কিছুসংখ্যক কৃষক ও প্রজা সমিতি গড়ে ওঠে। ১৯৩২ সালে কৃষক সমিতি প্রজা সমিতির সঙ্গে একাত্ম ঘোষণা করে। ১৯৩৫ সালে এ কে ফজলুল হক কৃষক প্রজা সমিতির সভাপতি হওয়ার পর সবগুলো সমিতিকে একটি সংগঠনের আওতায় এনে এর নতুন নামকরণ করেন কৃষক প্রজা পার্টি বা কেপিপি। ১৯৩৫ সালের ভারত শাসন আইন অনুযায়ী অবিভক্ত বাংলা প্রাদেশিক স্বায়ত্তশাসন পাবার পর ১৯৩৭ সালে সেখানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এই নির্বাচনে মুসলিম লীগ ও কংগ্রেসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয় নতুন রাজনৈতিক দল কেপিপি। এই নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দলই ভিন্ন কর্মসূচী দিয়ে জনগণকে আকৃষ্ট করার চেষ্টা করেছে। পল্লীগ্রামের কৃষকদের ভোট পাওয়ার জন্য সকল রাজনৈতিক দলই কৃষক প্রজাদের নানা প্রতিশ্রুতি দিলেও শুধু কৃষক প্রজা পার্টিই বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদর অঙ্গীকার করে। মুসলিম লীগ ধর্মের দোহাই দিয়ে বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদের বিরোধিতা করে। কৃষক প্রজা পার্টি তাদের নির্বাচনী অঙ্গীকারে ভুমির খাজনা হ্রাস ও নিয়ন্ত্রণ, চিরস্থায়ী বন্দোবস্ত বাতিল, আবওয়াব-নজর-সেলামি বিলোপসহ নানা যুক্তিযুক্ত দাবি জনসাধারণের মধ্যে তুলে ধরে। সারা দেশেই কৃষক প্রজা পার্টির সমর্থনে জেগে উঠে মানুষ। দলের সাথে যুক্ত হয় কৃষক পরিবার থেকে উঠে আসা অসংখ্য নেতাকর্মী। কৃষক প্রজা পার্টি ‘লাঙ্গল যার জমি তার’, ‘ঘাম যার দাম তার’ শ্লোগানের মাধ্যমে জনসাধারণের মাঝে ব্যাপক প্রচারণা চালায়। এই স্লোগানটি তখন দল-মত নির্বিশেষে বাংলার সাধারণ মানুষ তথা কৃষক-শ্রমিকের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠে।


উল্লেখ্য, এই নির্বাচনে ১১৭ টি সংরক্ষিত মুসলিম আসনের মধ্যে কৃষক প্রজা পার্টি পায় ৩৬ টি আসন, যা প্রদত্ত ভোটের শতকরা ৩০.৭৬ ভাগ। অন্যদিকে মুসলিম লীগ পায় ৩৫ টি আসন, যা মোট ভোটের ২৯.৯১ শতাংশ। মন্ত্রিসভা গঠনের আমন্ত্রন পেয়ে ফজলুল হক কৃষক প্রজা পার্টির ২ জন, মুসলিম লীগের ৪ জন, সংখ্যালগু হিন্দু ও তফসিলি সম্প্রদায়ের ৫ জনকে নিয়ে ১১ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করেন। সেই মন্ত্রিসভায় ফজলুল হক মুখ্যমন্ত্রী নিযুক্ত হন এবং ৬ জন মুসলমান ও ৫ জন হিন্দু নেতাকে মন্ত্রিত্ব দেওয়া হয়। গোষ্ঠী ও ব্যক্তি হিসেবে চিন্তা করলে মন্ত্রীদের ৬ জন জমিদার, ১ জন পুঁজিপতি, ৪ জন আইনজীবী ও রাজনীতিবিদ ছিলেন।

বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগ এবং নির্দলীয় সদস্যদের সঙ্গে জোট গঠন করেই এ. কে ফজলুল হক অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছিলেন। তাই 'বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদ'-এর পদক্ষেপ গ্রহন করলেও মুসলিম লীগের বিরোধীতার কারণে কৃষক প্রজা পার্টির নির্বাচনী অঙ্গীকারের সব কর্মসূচী বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

আরো পড়তে পারেন:
বাঙালির ঐতিহাসিক সর্বজনীন স্লোগান - ১ : বন্দে মাতরম, ২৪ ফেব্রুয়ারি, ২০২২
বিবিসি বাংলার জরিপে শ্রেষ্ঠ বাঙালি: ৪ - এ কে ফজলুল হক - বিবিসি বাংলা, ১৪ মার্চ ২০২০

তথ্যসূত্র:
এ কে ফজলুল হক ও কৃষক প্রজা পার্টি - ড. মো. এমরান জাহান, বণিক বার্তা, ২৪ সেপ্টেম্বর, ২০২১
কৃষক প্রজা পার্টি: বাংলায় গণমানুষের প্রতিনিধিত্বকারী প্রথম রাজনৈতিক দল - নিউজভিউজ: রাফিজ খান, ২৮ জুন ২০২০

সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৩০
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টির জন্য নামাজ পড়তে চায়।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩৮



ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী গত বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বৃষ্টি নামানোর জন্য ইসতিসকার নামাজ পড়বে তার অনুমতি নিতে গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটির অনুমতি দেয়নি, যার জন্য তারা সোশ্যাল... ...বাকিটুকু পড়ুন

=তুমি সুলতান সুলেমান-আমি হুররাম=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:৩৬



©কাজী ফাতেমা ছবি

মন প্রাসাদের রাজা তুমি, রাণী তোমার আমি
সোনার প্রাসাদ নাই বা গড়লে, প্রেমের প্রাসাদ দামী।

হও সুলেমান তুমি আমার , হুররাম আমি হবো
মন হেরেমে সংগোপনে, তুমি আমি রবো।

ছোট্ট প্রাসাদ দেবে... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে ইবলিশ ঈমান নিয়ে টানাটানি করে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:০২



ইউটিউব হুজুর বললেন, মৃত্যুর আগে ইবলিশ ঈমান নিয়ে টানাটানি করে। তখন নাকি নিজ যোগ্যতায় ঈমান রক্ষা করতে হয়। আল্লাহ নাকি তখন মুমিনের সহায়তায় এগিয়ে আসেন না। তাই শুনে... ...বাকিটুকু পড়ুন

মহিলা আম্পায়ার, কিছু খেলোয়ারদের নারী বিদ্বেষী মনোভাব লুকানো যায় নি

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:০৯



গত বৃহস্পতিবার ২৫ এপ্রিল প্রাইম ব্যাংক ও মোহামেডানের ম্যাচে আম্পায়ার হিসেবে ছিলেন সাথিরা জাকির জেসি। অভিযোগ উঠেছে, লিগে দুইয়ে থাকা মোহামেডান ও পাঁচে থাকা প্রাইমের মধ্যকার ম্যাচে নারী আম্পায়ার... ...বাকিটুকু পড়ুন

জানা আপুর আপডেট

লিখেছেন আরাফআহনাফ, ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৫৭

জানা আপুর কোন আপডেট পাচ্ছি না অনেকদিন!
কেমন আছেন তিনি - জানলে কেউ কী জানবেন -প্লিজ?
প্রিয় আপুর জন্য অজস্র শুভ কামনা।



বি:দ্র:
নেটে খুঁজে পেলাম এই লিন্ক টা - সবার প্রোফাইল... ...বাকিটুকু পড়ুন

×