নির্বাচনী সহিংসতা, নাকি বর্বরতা। কারা করছে এসব? দেখুন
পাবনার সুজানগর উপজেলার এক গ্রামে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
ধর্ষিত মেয়েটির বাবা স্থানীয় কৃষক লীগের নেতা রকিব আল কুদ্দুস। ঘটনায় জড়িত সন্দেহে আটক দুইজনের একজন বিএনপির কর্মী।
সুজানগরের গাবগাছি গ্রামে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে রুবাইত বিনতে রকিব হৃদি (১২) নামে মেয়েটিকে অপহরণ করা হয়। শুক্রবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহতের বাবা সুজানগর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে একজন হলেন- স্থানীয় বিএনপির কর্মী ইউনুস আলী (২২)। তিনি গাবগাছি গ্রামের মৃত আবু বকরের ছেলে। অপর জন হলেন- একই গ্রামের রওশন আরা।
রকিব আল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচনে হেরে গিয়ে প্রতিশোধ নিতে বিএনপির সন্ত্রাসীরা তার মেয়েকে অপহরণ করে ধর্ষণ শেষে হত্যা করেছে।"
রকিব বলেন, গত সংসদ নির্বাচনে তিনি অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারের পক্ষে কাজ করেন। 'সন্ত্রাসীরা' তাকে খন্দকারের পক্ষে কাজ না করতে চাপ সৃষ্টি করেছিল।
তথ্যসুত্র

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




