জাতীয় সংসদে 'সংরক্ষিত মহিলা আসন'-এর সংখ্যাটা যখন ৩০ ছিল, ঐ সাংসদদেরকে তখন '৩০ সেট অলঙ্কার' বলা হতো। অলঙ্কার পরে বসে থাকা আর হাঁ-ভোট না-ভোট দেয়া ছাড়া সংসদে কোনো কাজ তখনও তাদের ছিল না, সংখ্যাটা বেড়ে ৫০ হবার পরেও এখনও তাদের সুনির্দিষ্ট কাজ নেই। এসব আসনে রাজনৈতিক দলগুলো বেছে বেছে অধিকাংশ ক্ষেত্রেই যুদ্ধংদেহী-ভয়ালদর্শন-উদ্ধত-গোঁয়ার-মেধাশূন্য-লাগামহীন-শিষ্টাচারজ্ঞানহীন নারীদেরকেই বসায়। নির্বাচিত সাংসদেরা জনগণের ভোট পেয়ে ম্যানডেট নিয়ে সংসদে আসেন, জনগণের কাজে তাদেরকে জবাবদিহি করতে হয়; অনির্বাচিত সাংসদেরা ভোট পেয়ে ম্যানডেট নিয়ে আসেন না, তাদের সুনির্দিষ্ট নির্বাচনী এলাকাও নেই, নেত্রী ছাড়া কারোর কাছে তাদেরকে জবাবদিহিও করতে হয় না; ফলে নেত্রী ও নেতার স্তুতি গাওয়াই হয়ে পড়ে তখন এই সাংসদদের একমেবাদ্বিতীয়ম কাজ! এসব সাংসদকে কখনও কোনো বিষয়ভিত্তিক বক্তব্য প্রদান করতেও দেখা যায়নি, রাষ্ট্রপতির ভাষণ কিংবা বাজেটের ওপর দিকনির্দেশনামূলক তথ্যবহুল-তত্ত্ববহুল কোনো বক্তব্য দিতেও দেখা যায়নি। বরং তাদেরকে দেখা গেছে সংসদের বাইরে ও ভেতরে অসভ্যতা-অশ্লীলতা-অশালীনতার পসরা সাজাতে! সংরক্ষিত মহিলা আসনে যোগ্য সাংসদ যে একেবারেই নেই, তা নয়। বর্তমান স্পিকার অ্যাডভোকেট শিরিন শারমিন চৌধুরীও সংরক্ষিত মহিলা আসনের সাংসদ; অবশ্য তার শিক্ষাগত যোগ্যতার খতিয়ান বাংলাদেশের ইতিহাসের যেকোনো রাজনীতিকের চেয়ে সমৃদ্ধতর।সংরক্ষিত মহিলা আসনের সাংসদদের মধ্যে তিনি নিছক ব্যতিক্রম। নারীরা সংসদে এক সময়ে বড় দাগে পিছিয়ে ছিলেন। নির্বাচিত হয়ে সংসদে আসাটা বাংলাদেশের নারীদের জন্য এক সময়ে কঠিনই ছিল। কিন্তু এখন সেই দিন পালটে গেছে। বর্তমান সংসদেই উল্লেখযোগ্য সংখ্যক নির্বাচিত নারী সাংসদ রয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা, একাধিক মন্ত্রী নারী; তাদের যোগ্যতা নিয়ে কখনও বিতর্কের জন্ম হয়নি। সাধারণ আসনে নির্বাচিত নারী সাংসদদের যোগ্যতাও যেমন প্রশ্নাতীত, তারা সংসদে অশ্রাব্য-অশালীন ভাষাও ব্যবহার করেন না, সাধারণ আসনে নারীদের নির্বাচিত হয়ে আসা এখন কঠিনও কিছু না। অর্থাত্ বাংলাদেশের সংসদে এখন 'সংরক্ষিত মহিলা আসন' নামক বস্তুটির উপযোগিতা ফুরিয়ে গেছে। 'সংরক্ষিত মহিলা আসন' এখন যেমন একটি কৌতুকের নাম, যোগ্যতাসম্পন্ন নারীদের জন্য এটি তেমনি বিব্রতকর ও অপমানজনকও বটে। এখন সংসদ ও সংবিধান থেকে 'সংরক্ষিত মহিলা আসন' প্রথাটি তুলে দিয়ে সাধারণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নারীদেরকে উত্সাহিত করা উচিত কিনা সেটা ভাবার সময় এসে গেছে।
আলোচিত ব্লগ
বিজয়ের আগে রাজাকারের গুলিতে নিহত আফজাল

ঘটনা স্থল গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার উড়িয়া ইউনিয়নের গুণভরি ওয়াপদা বাঁধ।
১৯৭১সালের ১৬ই ডিসেম্বরের কয়েক দিন আগের ঘটনা। আফজাল নামের ভদ্রলোক এসেছিলেন শ্বশুর বাড়ি বেড়াতে। আমাদের পাশের গ্রামেই তার... ...বাকিটুকু পড়ুন
৫৫ বছর আগে কি ঘটেছে, উহা কি ইডিয়টদের মনে থাকে?

ব্লগের অনেক প্রশ্নফাঁস ( Gen-F ) ১ দিন আগে পড়া নিউটনের ২য় সুত্রের প্রমাণ মনে করতে পারে না বলেই ফাঁসকরা প্রশ্নপত্র কিনে, বইয়ের পাতা কেটে পরীক্ষার হলে নিয়ে... ...বাকিটুকু পড়ুন
নিজামী, মুজাহিদ, বেগম জিয়াও বিজয় দিবস পালন করেছিলো!!

মুক্তিযুদ্ধ চলাকালে বেগম জিয়ার মুরগী মগজে এই যুদ্ধ সম্পর্কে কোন ধারণা ছিলো না; বেগম জিয়া বিশ্বাস করতো না যে, বাংগালীরা পাকীদের মতো শক্তিশালী সেনাবাহিনীকে পরাজিত করতে পারে;... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ সালে পাক ভারত যুদ্ধে ভারত বিজয়ী!

দীর্ঘ ২৫ বছরের নানা লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনা সহ্য করে যখন পাকিস্তানের বিরুদ্ধে বীর বাঙালী অস্ত্র হাতে তুলে নিয়ে বীরবিক্রমে যুদ্ধ করে দেশ প্রায় স্বাধীন করে ফেলবে এমন সময় বাংলাদেশী ভারতীয়... ...বাকিটুকু পড়ুন
ইন্দিরা গান্ধীর চোখে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ-ভারত-পাকিস্তান সম্পর্ক: ওরিয়ানা ফলাচির সাক্ষাৎকার থেকে

১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে ইতালীয় সাংবাদিক ওরিয়ানা ফলাচি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাক্ষাৎকার নেন। এই সাক্ষাৎকারে মুক্তিযুদ্ধ, শরনার্থী সমস্যা, ভারত-পাকিস্তান সম্পর্ক, আমেরিকার সাম্রাজ্যবাদী পররাষ্ট্রনীতি এবং পাকিস্তানে তাদের সামরিক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।