কোন কিছুর দিনক্ষন আমি কেন জানি মনে রাখতে পারিনা কবে কখন কি করে পরিচয় কারোর কিছু মনে নেই কিন্তু কেমন করে যেন তার কিছু কিছু ব্যাপার মনে দাগ কেটে গেল।ছোট ছোট পাগলামি চিৎকার চেচামিচি মান অভিমান এই সব কিছু নিয়ে ১০ বছর হয়ে গেল তবুও মনে হয় এইতো সেদিনে কথা সেদিনের পরিচয় । গত ৩ বছর থেকে বাস্তবতার চাপে পড়ে জীবনে মোড়ে আমাদের আর প্রতিদিনের সেই রুটিন টা নেই তাই এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি জানি এই দিনে একটা হ্যালো আমাদের হবেই । এই একটা দিনে হয় সারা বছরের সব কথার ফুলঝুড়ি ......।
সুন্দর আগামীর অপেক্ষায় ________________
আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা,
আজকের জোছনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা
আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা
মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা
তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়
আজ জন্মদিন তোমার
ভালবাসি তাই ভালবেসে যাই
বন্ধু ছাড়া জীবন মরন ইয়ামপসিবল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




