দু:সহ
কবি মোজাম্মেল প্রধান
কার সাথে কথা বলবে তুমি?
এখানে কিশোর নেই
বনফুল ফল নিয়ে কূজনমুখর কোন ভোর
আসে না এখানে।
এখানে দ্বিপ্রহর, সন্ধ্যা রাত
শোকের মাতনভরা, অন্ধ বিহ্বল।
এইখানে বালকেরা পিতার লাশের পাশে বসে থাকে
মুখে নিয়ে থমথমে মেঘ।
কিশোরীরা কাঁদে - শুধু কাঁদে।
বুকে অগ্নিপাশ বেঁধে অরণ্য কন্দরে
ফেরে যুবক-যুবতী।
মাতার স্তন ভুলে
ভীত-বিহ্বল শিশু
আকাশে তাকিয়ে থাকে সারাদিনমান
কানফাটা চিৎকারে
শুধু যায় শুধু আসে
ভয়াল মৃত্যুর দূত - বিদ্রোহী বিডিআর জোয়ান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




