
বাগেরহাটের চিতলমারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী বিএনপির নেত্রী হওয়ায় তার সঙ্গে ১৩ মাস বয়সী শিশুকেও আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে রুনা ও তার সন্তানকে আটক করে চিতলমারী থানায় নিয়ে যায় পুলিশ। রুনা জাতীয়তাবাদী মহিলা দলের চিতলমারী উপজেলার সভানেত্রী। এদিকে রাতভর নয়টি উপজেলায় অভিযান চালিয়ে আরো ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
চিতলমারী থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, নাশকতা পরিকল্পনার অভিযোগে উপজেলা ভাইস চেয়ারম্যান রুনা গাজীকে আটক করা হয়েছে।এ ছাড়া অন্যদের নিয়মিত মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।
তবে রুনার পরিবারের দাবি, রুনার বিরুদ্ধে কোনো মামলা নেই।তার পরও পুলিশ তাঁর ১৩ মাস বয়সী শিশুসহ তাকে আটক করে থানায় নিয়ে গেছে।
এ ব্যাপারে ওসি জানান, আজ যাচাই-বাছাই শেষে তাদের আদালতে পাঠানো হবে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


