যমজ গল্পে জড়িয়ে ছিলো পশমী বিকেল
আমরা ক্রমশ
জট খুলে হারিয়ে যাই উলের বনে
যেতে চেয়েছিলাম নদী তীরে-
বাহাসে উড়াই নারী আর পরিবেশবিদ্যা।
গল্পে ঘুমিয়ে থাকে
কোলাহল আর শৌখিন নৌভ্রমণ
কৃষক কৃষক খেলা
কবির দল এসে বলে
সবই ভান, এরা কেউ সত্য নয়
এসো ভেঙে দিই বেহুলার বাসর।
পথিক
এসো সত্য খুঁজি
অকালবোধনে জাগিয়ে তুলি সূর্য
আয়না ভেঙে ছড়ায় চারপাশ ।
যমজের পেটে ঘুমিয়ে থাকে
নারী, নগর, নদী, আকার-নিরাকার।
সবই আছে গল্পে
শুধু আয়নাটা নেই।
> কবিতাটি বাংলানিউজ24.কমে প্রকাশিত।
> ব্যবহৃত চিত্র বাংলানিউজ24.কমের সৌজন্যে।
> আমার লেখার খাতা: ইচ্ছেশূন্য মানুষ ।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




