cellbazaar এর user আছেন কেউ? আমি আমার experience এবৎ opinion share করছি। অনেক navigation option এবৎ feature cellbazaar website এ আছে। তার মধ্যে shop address এর idea টা আমার দারুন লেগেছে। এক একটা shop address যেনো এক একটা show room. যেখানে space মাপতে গজ-ফুট লাগেনা, লাগে Kilobyte. আমার show room এর address যদি Shop- ABC, Level- 6, Bashundhara City হয় তাহলে cellbazaar সেটাকে "ডিজিটাল" বানিয়ে দেবে এভাবে- http://www.cellbazaar.com/GP number যেখানে আমার virtual shop থাকবে আর থাকবে যত খুশি product. Show room না নিয়েও show room এর মালিক। যার আবার ভারা ও নাই। Interesting!!! ব্যাপারটা ভেবে দেখেছেন কেউ? কি মনে হয়? ভবিষ্যত এর বাজার গুলো হয়তো এমন ই হবে. Virtual, মাপা হবে kilobyte এ, payment হবে online এ. বাহ্, ভালো ভালো... সেইরকম potential একটা feature. কারো কাছে অন্য কোনো কিছু?
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




