সব যদি হয় কয়েকটি শব্দের বেহায়া উচ্চারণ
সব যদি পাওয়া যায় নির্বোধ সাহসিকতায়
তবে কেন এত আয়োজন
দিনভর টুপটাপ ঝরে হৃদয়ের প্রয়োজন
কেন বধু অবিরাম উৎপাত বুকের ভিতর!
প্রাপ্তির নির্বোধ ভাগফল
সব যদি হয় বিলাসী স্বপ্নের বিস্ফোরণ
তবে কেন তোমার এ বিনীত আত্মসমর্পণ!
গ্লানির আড়ালে কি লুকানো কোন বিপন্ন বিস্ময়
যেখানে জীবন জীবনের সমীকরণ নিয়ত সম্ভাবনাময়!
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০০৯ দুপুর ১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




