
গুগল থেকে একটা ইমেইল ইনবক্স এ দেখে অনেক ভাল লাগল । দুমাসে আমার ছবির ভিউয়ার ৩০০০০ থেকে ১০০০০০।
আমি মহেশখালী আর রামুর বেশকিছু ছবি আপ করেছিলাম সখের বসে। তাও গত নভেম্বর এ। বলতে পারেন বাংলাদেশকে বিশ্বের কাছে, আমাদের যারা ব্যাংকক, ভারত বিদেশের প্রশংসায় ফুলঝুরি তাদের কাছে তুলে ধরার ক্ষুদ্র প্রয়াসও বলতে পারেন।


আর এ কারনে ভাল লাগার মাত্রাটাও সীমাহীন। তাই ব্লগে আমার ভাললাগাটা শেয়ার করলাম, অনন্যাদের অনুপ্রেরনা কামানায়।
আমার একটা ছবি যার ভিউয়ার ৮০০০ এর কাছাকাছি, অন্য একটাও ৬০০০ প্লাস।
কিন্তু ৩০০০০ ছবির ভিউয়ার দেখে আমি থেমে থাকতে পারলাম না। আমি এখন গুগল ম্যাপের এর লোকাল গাইড ব্যাজ ভুক্ত লেভেল ৪ এর মেম্বার। গুগল ম্যাপের শেষ লেভেল ৫, যার দিকে আমার গন্তব্য।

সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




