
টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছেন পবিত্র মক্কা শরিফের সম্মানিত ইমাম ও খতিব ডক্টর শায়েখ ফাতহি বিন মোহাম্মাদ বিন বশির আল ফাজানি।
গত ১২ ফেব্রুয়ারী-২০১৬ তে অধিকাংশ হাম্বা পত্রিকা একযোগে প্রকাশ করেছে। কিন্তু ডক্টর শায়েখ ফাতহি বিন মোহাম্মাদ বিন বশির আল ফাজানি নামে আসলে যে কোনো পবিত্র মক্কা শরিফের ইমাম ও খতিব নাই,এইটা যাচাই করে দেখে নাই। এইসব উদ্ভট আওয়ামী প্রোপাগাণ্ডা দেখে মানুষ মুখ টিপে হাসে আর পত্রিকাগুলো বিশ্বাসযোগ্যতা হারায়।
দুই দিন আগে আমি এই নিয়ে পোষ্ট দিয়েছিলাম।
ছাগু পত্রিকা করলে দোষ,হাম্বা পত্রিকা করলে হাততালি!!!
কিন্তু তখন জানতাম না,শায়েখ ফাতহি বিন মোহাম্মাদ বিন বশির আল ফাজানি ব্যক্তিটি আসলে কে।অবশেষে গতকাল ফেইসবুকের কল্যানে জানললাম,তার আসল পরিচয়।
ঊপরে যে ভিজিটিং কার্ডটি দেখছেন,সেটিই হলো শায়েখ ফাতহি বিন মোহাম্মাদ বিন বশির আল ফাজানির। যার অনুবাদ হলো ,
ড. ফাতহী বিন মুহাম্মদ বিন বাশীর আল-ফাযানী।
সুপারভাইজার, ইমাম ও খতীব সংঘ, মক্কা।
সদস্য, কারাগার শিক্ষা ও নির্দেশনা অফিস।
ব্যবস্থাপনা পরিচালক, মক্কা ফাউন্ডেশন।
এই হলো আমাদের হাম্বা মিডিয়া।যারা এখন সরকারের প্রেসনোট ছাপানোর মাধ্যম হিসাবে ব্যবহার হচ্ছে।নিজেরা কখনো যাচাই করে দেখে না,আসল সত্য কোনটা। তাই একজন আরবের একজন পাগড়ি-জোব্বাধারীও হয়ে যায় পবিত্র মক্কা শরিফের সম্মানিত ইমাম ও খতিব।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



