গতকাল
হঠাৎ টুপ করে
মাথা রেখেছিলে আমার কাঁধে
অল্প একটু সময়ের জন্যে
ভণিতার ছলে...
কিন্তু তুমি কি জানো
সেই অল্প একটু সময় আমার
জন্যে ছিল শতসহস্র বছরের আনন্দের
অসীম ভালোলাগার এক অপার অনুভূতি।
আমার হৃদস্পন্দন তখন হয়ে উঠেছিল লাগামহীন ঘোড়া
টগবগ করে ছুটে বেড়াচ্ছিল,
উদ্দেশ্যহীণ, এদিক সেদিক,
অপার আনন্দে।
হঠাৎ করেই আমি লাগাম পড়িয়ে দিলাম তার উপর
কারণ আমি এখনও জানিনা
আমার কাঁধকেই কি তুমি বেছে নিবে মাথা রাখার জন্যে
চিরতরে।
নাকি কোন একদিন অন্য কোন কাঁধ পেয়ে
আমার এই কাঁধকে তুচ্ছ করে তুমি চলে যাবে।
কি হবে সেদিন
যেদিন আমার কাঁধে আর তোমার
মাথা থাকবেনা
শুধু থেকে যাবে তোমার চুলের
একঝাঁক মিষ্টি গন্ধ
বেঁচে থাকাটা সেদিন হবে অর্থহীন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




