কবিতা-৪
সবার শেষে অবশেষে তোমার দ্বারে
ভালোবাসা ছুঁয়ে মন হারাল উদাস
নীলে
সময়স্রোতে ভালোবাসায় দাগ লাগে
বাসা বাঁধে বুকে
হেমন্ত
ভেঙে পড়ে সবকিছু
স্থূল শরীর, মন ভাঙে সবার আগে...
অশ্রুঝিলে রক্তাভ কমল বেড়ে ওঠে
পরিচর্যা করি আলো-অন্ধকারে তার
অপার বিস্ময়ে রক্তফেনা মুখে বলি
ভালোবাসি ভালোবাসি...
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০০৯ দুপুর ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




