তোমার ভেতরে তুমি বিসর্পিল ট্রেন
ভেঁপু বাজিয়ে চলছো ঝমাঝম;
তোমার মতই সে-ও দূরপাল্লার বাস
রাতের বাতাস কেটে
চলছে গতিতে।
তোমাদের কোথাও পৌঁছে দেবে বলে
জেগে বসে থাকে ভৈরব জংশন
জেগে থাকে গ্রীন লাইন কাউন্টার;
কিন্তু জংশন জানে না
তোমরা ঠিকানাটা খুঁজছো
কোথাও পৌঁছুবে বলে;
কাউন্টার জানে না
তুমি হলদে হয়ে যাওয়া ঘাস
সবুজ হবার মরিয়া বাসনায়
এক মুঠো মাটি খুঁজে মরছো।
০৬ ডিসেম্বর ২০১৮
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



