হাজার তারার থেকে দূরে—
আকুল দ্বীপের বুকে
এক রাত জেগে ওঠে;
অক্ষিগোলকের ভেতর চোখ নেই
মৃতের হা করা মুখের মতন
সেইখানে হা করে আছে
শূন্য কোটর;
কে তিনি অক্ষিহীন?
এই প্রশ্ন করেন দেবলোকের একজন
আঁখিহীন কোটরের হা দেখে
আর কারো হয় ভীষণ বিস্ময়।
তবু, চোখ—
চোখহীন চোখের কোটরে
জেগে থাকে অনিবার;
হাজার তারার থেকে দূরে
এক দ্বীপের ঘ্রাণ ভালোবেসে।
এই চোখ ড. আলীমের
চোখহীন এই চোখের কোটরে
আখিঁ পেতে বসে আছেন
স্তন কেটে নেয়া
শহীদ সাংবাদিক সেলিনা পারভীন;
এই চোখের দূরবীনে লাগিয়ে চোখ
হাজার তারার থেকে দূরে
আরো সব শহীদেরা দেখছেন
তাদের দেশ
দেবালয়ের পাশে অর্চনার ফুলের মতন
পূজো শেষে বেখেয়ালে
আলগোছে পড়ে আছে।
১৪ই ডিসেম্বর ২০১৮
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




