প্রথমে স্টার্ট মেনুতে (সার্চ এরিয়ায়) regedit লিখে রেজিস্ট্রি এডিটর খুলতে হবে।
এরপর ক্রমানুসারে computerHKEY_LOCAL_MACHINESOFTWAREMicrosoftWindowsCurrentVersionExplorer এ যেতে হবে।
Explorer এ right click করে New>Key দিয়ে সেটা rename করতে হবে DriveIcons নামে।
একইভাবে DriveIcons এ right click করে New>Key দিয়ে সেটা rename করতে হবে C নামে।
আবার C এ right click করে New>Key দিয়ে সেটা rename করতে হবে DefaultIcon নামে।
এবার DefaultIcon এ right click করে New>String Value দিয়ে একটি String তৈরী করতে হবে।
Default এই String টিতে double click করে Value Data তে পছন্দের icon file টির location দিতে হবে।
ব্যস, হয়ে গেল।
এবার
এটা রেজিস্ট্রি এডিটর বন্ধ করে এক্সপ্লোরার খুললে পছন্দের icon টি C ড্রাইভে দেখা যাবে।
(এখানে C ড্রাইভের icon পরিবর্তন দেয়া হয়েছে। অন্যান্য ড্রাইভের জন্য শুধু C এর পরিবর্তে ঐ drive letter দিলেই হবে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




