সতর্কীকরণ: এটা পুরোপুরি পিচ্চিদের পোস্ট।
বড় কেউ এই পোস্টে ঢুকতে চাইলে নিজ দায়িত্বে প্রবেশ করবেন।
ভাল বা খারাপ লাগার জন্য লেখক (আসলে সংগ্রাহক) দায়ী নন।
এক মহাজ্ঞানী
কি নিয়ে গবেষণা করবে, এটা নিয়ে সে যখন ভাবছিল, তখন হঠাৎ একটা তেলাপোকা উড়ে এসে তার টেবিলে বসল। এটা দেখে তার মাথায় আইডিয়া খেলে গেল, তেলাপোকার উপর থিসিস করলে কেমন হয়!
যেমন ভাবা, তেমন কাজ। সে একটা তেলাপোকা ধরল আর শুরু হল তার গবেষণা।
প্রথমে সে একটা তেলাপোকার পা ভেঙ্গে দিয়ে বলল, দৌড়াও।
স্বাভাবিকভাবেই তেলাপোকাটি পালানোর চেষ্টা করল। সে ওটাকে আবার ধরল এবং আরেকটা পা ভেঙ্গে আবার বলল, দৌড়াও। এবারও যখন ওটা পালাতে গেল, সে আবারও ওটাকে ধরল এবং একই কাজ করল। এভাবে, শেষ পা ভেঙ্গে দিয়ে যখন দৌড়াতে বলল, তেলাপোকা তো তখন আর পালাতে পারেনা।
সে তো মহাখুশি। থিসিসের রিপোর্টে সে লিখল, তেলাপোকার সবগুলো পা ভেঙ্গে দিলে এটি আর শুনতে পায়না।
দক্ষিণ আমেরিকার দরিদ্র দেশের এক নাগরিক, ফারনান্দো, উত্তর আমেরিকার কার্যক্রমে ক্ষুব্ধ
ফারনান্দো: হ্যালো, মি: বুশ, আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।
বুশ: কে আপনি ? আপনার সেনাবাহিনী কতটা শক্তিশালী ?
ফারনান্দো: আমি ফারনান্দো, আমার সাথে আছে আমার ভাস্তে রবার্ট, পরশি আলভারেজ আর আমাদের গ্রামের ভলিবল টিম।
বুশ: আপনি জানেন, আমার সেনাবাহিনীতে এখনই ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত দশ লক্ষ সেনা আছে ?
ফারনান্দো: ঠিক আছে, আমি আপনাকে পরে ফোন করছি।
পরেরদিন আবারও ফোন করলেন ফারনান্দো।
ফারনান্দো: আমার যুদ্ধ ঘোষণা কিন্তু এখনও বলবৎ আছে। আমরা ইতোমধ্যে দুটো গম কাটার মেশিন, একটি বুলডোজার আর একটা ট্রাক্টর যোগাড় করেছি।
বুশ: আমার কাছে ৫০০০০ ট্যাংক, ২০০০০ সাঁজোয়া গাড়ি আছে।
ফারনান্দো আবার পরে রিং করবেন বলে লাইন কেটে দিলেন।
পরের সপ্তাহেই আবার ফোন করলেন ফারনান্দো।
ফারনান্দো: মি: বুশ, যুদ্ধ কিন্তু বহাল আছে এখনও। আমরা দিয়েগোর ওষুধ ছিটানোর প্লেন দিয়ে বিমানবাহিনী গঠন করেছি, যাতে একটা গাদাবন্দুক আছেৃ। তাছাড়া, গ্রামের ফুটবল ও বাস্কেটবল টিমও আমার সাথে যোগ দিয়েছে।
বুশ: আমার বিমানবাহিনীতে ৪০০০ ফাইটার আছে আর সেনা সদস্যসংখ্যা বেড়ে ইতিমধ্যে পনের লক্ষ হয়ে গেছে।
ফারনান্দো: আপনাকে আমার পরে ফোন করতে হবে।
পরে ফোনে তিনি জানালেন, তিনি যুদ্ধবিরতি ঘোষণা করছেন। কারন জানতে চাইলে তিনি জবাব দিলেন, আমরা সবাই মিলে আলোচনা করে দেখলাম, পনের লক্ষ যুদ্ধবন্দি সামলানো আমাদের জন্য একটু কঠিনই হবে। আপাতত তাই...
(অবশ্যই সংগৃহীত)
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




