একবার এক কলিগ লাঞ্চে এক পিস মাছ খাওয়াইলো, খাওয়ার পরে জিগাইলাম এইটা কি মাছ, কলিগে কয় "বাচ্চা কোরাল"
এইটা শোনার সাথে সাথে ওয়াক করে বমি কইরা দিলাম৷
কইলাম মাছের লগে বাচ্চা কেন লাগাইলেন?
আর কিছু পান নাই? আমি কি মাছের বয়স জিগাইসি?
বাচ্চা হোনার লগে লগে মনে হইলো আসলেই কারো বাচ্চা***
এইটা মনে হইলো কারণ এইভাবে অস্থির পরিবেশ চলতে থাকলে মাইন্সে বাচ্চা কোরাল টাও খাইবো কইত্থে! নির্বাচিত সরকার ছাড়া স্থিতিশীলতা অসম্ভব৷ সংস্কারের নাম করে দেশ টা খাইয়া ফালাইয়েন না৷
আমারে ট্যাগ দেয়ার আগে চিন্তা কইরা লন, স্থিতিশীলতা যদি আসে নির্বাচিত সরকার ছাড়া তবে দুইটা বকা দিয়েন আমিও কানে ধরমু৷ কিন্তু ফর গড সেক, নির্বাচন ছাড়া এতো হাজারো লাখো মতে ভাগ হওয়া জনতাকে নিজ নিজ কামে ফেরানো অসম্ভব৷
কোন ভুল কিছু বলে থাকলে মাফ চাই৷ আফনাগো ডরে তো প্রথম আলো হইয়া গেসি৷ কিছু কইতে পারিনা৷
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২৯