ধরেন আপনি নিয়তির পাঁকে পইড়া কিংবা ভাগ্যচক্রে আন্দামান দ্বীপে গেলেন, সেইখানে গিয়া দেখলেন আর কুনু লোক নাইক্কা, অর্থাৎ আপ্নে একা। পরথমেই চিন্তা করলেন যে থাকনের লিগাই হোক আর ক্ষতিকর প্রানীর হাত থিকা বাচনের লিগাই হোক আপ্নের একখান ঘর দরকার। ঘর বানাইতে গাছ পাইলেন মনে করেন প্রচুর, মাগার সাইজ মত কাটার লিগা কুনু অস্ত্রপাতি আপ্নের কাছে নাইক্কা। তাই আপ্নে মনে মনে একটা কাটাকুটির অস্ত্রের ডিজাইন করলেন এবং অস্ত্র বানানের লিগা সম্ভাব্য কাঁচামালের অনুসন্ধানে বাইর হইলেন। একজায়গায় দেখলেন পাত্থর, আপ্নে পাত্থর থিকা অস্ত্র বানাইবেন বইলা মনঃস্থির করলেন।
পাঠক, ব্যাপারখানা খেয়াল করেন। এইখানে আন্দামানে যাওয়া লোকটার প্রথমত দেখা দিসে প্রয়োজন, তারপর সে প্রয়োজন অনুযায়ী পাত্থর থিকা অস্ত্র বানাইলো এবং ধইরা নিই সেই অস্ত্র দিয়া সে একখান ঘর বানাইতে সমর্থ হইলো। তারপর তার কাটাকুটির অস্ত্রের প্রয়োজন আরো দেখা দিলে সে হয়তো একদিন লোহা আবিষ্কার করতঃ অধিক উন্নত অস্ত্রাদী তৈয়ার করলো। এরপর বলা যাইতে পারে বিভিন্ন জিনিসপাতি কাটতে বিভিন্ন প্রকার অস্ত্রাদী প্রয়োজন পড়ে বইলা অস্ত্রাদীর ভেরিয়েশনও তৈয়ার করতে লোকটি বাধ্য হয়া পড়লো।
উপর্যুক্ত কাহিনী ফাঁদার কারনটা ছোট পরিসরে হইলেও সভ্যতার একধরনের ক্রমবিকাশ নির্দেশ করে এবং মানুষের মনোদৈহিক বিবর্তনও এইরকম 'প্রয়োজনের' ভেতর দিয়াই আগাইসে, এই ব্যাপারে বিজ্ঞানিগন তো একমত পোষন করে ঠিক আছে, মাগার একজন তালগাছবাদী হয়রান সাহেবের গর্দভাক্রান্ত পোষ্ট প্রকৃতির বৈচিত্র্য: ডারউইনবাদীদের নাইটমেয়ার-১ এ এই দাবীর সাথে ভয়ানকরকম ভাবে দ্বিমত পোষন করা হয়
তো তার এই তালগাছবাদী পোষ্টের বিপরীতে আমার মন্তব্য (১৪ নং,০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:২৩) ছিলোঃ
আইহনের স্ত্রী বলেছেন: Shing aage na shing er bebohar aage? Rayhan@bebohar er proyojon porse boilai to shing gojaise, Jemon gojaise shishno! Ekhon ki bolben, 'shishno aage na shishner bebohar aage?'! (শিং আগে না শিং এর ব্যাবহার আগে? রায়হান@ ব্যাবহারের প্রয়োজন পড়ছে বইলাই তো শিং গজাইছে, যেমন গজাইছে শিশ্ন! এখন কি বলবেন, 'শিশ্ন আগে না শিশ্নের ব্যাবহার আগে?')
এই মন্তব্যের বিপরীতে (০৯ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৩) হয়রান সাহেব বলেনঃ
লেখক বলেছেন: ইংরেজী অক্ষরে বাংলা লিখা পড়তে পারি না। বাংলায় লিখুন।
ফলে আমি পুনরায় ২০ নং মন্তব্যে (১১ ই জানুয়ারি, ২০১১ রাত ২:০০) বলিঃ
আইহনের স্ত্রী বলেছেন: আপ্নের মত মাথামোটার লগে বাংলায় বাৎচিত করনের ইচ্ছা আমার নাইক্কা।
এর বিপরীতে জ্ঞানী সাহেব বলেন (১১ ই জানুয়ারি, ২০১১ রাত ২:০৫)ঃ
লেখক বলেছেন: ব্রেনলেস ছাগুরে ব্লক করা হলো।
ব্লক করার কায়দা দেখলেই বুঝা যাইতেসে কে ছাগু এবং ব্রেনলেস। বাকিটা পাঠকের হাতে
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




