তারপর
পথ খুঁজে খুঁজে
তোমার এক-একটা গল্প আমাকে
ঠেলে দিয়েছে অন্ধকারের দিকে
পথমাঝে অনেক তুচ্ছ সিগন্যাল পেয়েছি
অঝথা সময় নষ্ট করতে পারিনি কোথাও,
বিপুল আবেগ আমাকে তাড়া করে
বেড়িয়েছে সারাক্ষণ,ছুঁটে ছুঁটে চলি
দুরন্ত পবন,কোথাও মুখ গুঁজি
মরু কুটিরে,তবুও স্বপ্ন খুঁজি।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




