আজ আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।সবার আগে ভাষা শহীদদের প্রতি জানাই অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা।
আজ টিভিতে একুশের অনুষ্ঠান দেখছিলাম।দেখতে দেখতে চোখে পানি এসে গিয়েছিলো।জানিনা এটা কি ভাষার প্রতি আমার ভালোবাসা নাকি শ্রদ্ধা।তবে অনুভব করতে পারছি আমাদের ভাষার প্রতি কতটা ব্যকুল ছিলেন ভাষা সৈনিকরা।
আজ আমরা মায়ের ভাষায় কথা বলতে পারি,বুঝাতে পারি বন্ধুদের আমার মনের কথা।সবই ঠিক আছে।কিন্তু ভাষার সঠিক ব্যবহার আমরা চাইলেও করতে পারিনা।অনেকে আছেন যারা বলে থাকেন আমরা নতুন যুগের ছেলেমেয়েরা বাংলা বলতে চাইনা।আসলেই কি তাই?আমি মনে করি না।আমাদের মত ছেলেমেয়েরা এখন অনেক বেশী সচেতন।ইংলিশে কথা বলা,ইংলশে কাব্য চর্চা করা,গান শোনা,হিন্দি গান শোনা,ছবি দেখা অথবা রেডিওতে বাংলিশ ভাষায় কথা বলা এসব এখন অতি প্রাকৃতিক।সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের অনেক কিছু করতে হয়।তাই বলে কি আমরা আমাদের ভাষা ভুলে গেছি?নতুন প্রজন্ম এখন অনেক এগিয়ে।এরাই থেমে যাওয়া সংস্কৃতিকে আবার জাগিয়ে তুলছে।এরাই প্রতি বছর ২১শে ফেব্রুয়ারী,১৬ইডিসেম্বর,২৬শে মার্চ সহ সব দিনগুলোতে পরম উৎসাহে কাজ করছে।
এছাড়াও আরো অনেক কিছু আছে যা দিয়ে বুঝানো যায় আমরা বাংলা ভুলিনি।ভাষার প্রতি আমাদের ব্যকুলতা সব কষ্ট মুছে দেয়।
' মা তোমাকে ভালোবাসি ' এই কথাটা মনে হয় আমরা সবাই বাংলায় বলতেই ভালোবাসি।এটা বলবোনা যে সবাই বাংলা ভালোবাসে।এখনো এমন অনেকে আছে যারা বলে বাংলাদেশ জঘন্য দেশ,বাংলা ভাষা বলতে ভালো লাগেনা।এরা আমাদের দেশের এক প্রকার কীট ।এদের নিয়ে মাথা ঘামানোর কোনো মানে নেই।
আমাদের ভাষা আমাদের গর্ব।আমাদের দেশ আমাদের আপন।এটাই আমাদের ভালোবাসা।কখনো ভুলবোনা আমাদের ভাষা।কারণ ভাষার প্রতি,দেশের প্রতি ভালোবাসার ব্যকুলতাই মনে করিয়ে দেয় আমরা এদেশের সন্তান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




