বৈশাখীর বৈসবে পড়েছে যে প্রেমে
পূর্ণতা প্রেমের- হয়েছে জৈষ্ঠিতে।
আষাঢ়ে ভেসেছে প্রেমের প্লাবনে,
ঘন বরষার শ্রাবণে
হয়েছে একাকার।
শরৎতের সূর্যস্নানে ভেজা প্রেয়সীর মুখ-
যেন বনলতা হয়ে যায়।
ভালবাসার নবান্নে মেতে উঠে
বনলতার জীবনানন্দ।
ঘাস ছোঁয়া হেমন্তের স্নিগ্ধ সমীরণ
কানে কানে কি বলে যায় ?
ভালবাসি তোমায়?
ঘণ কূয়াশার চাদর জড়িয়ে
খুঁজে ফেরে উষ্ণতা।
ভালবাসার আগুন ছড়িয়ে
তারা ফাগুনকে করেছে জয়।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১২ বিকাল ৫:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




