ইউক্রেন যুদ্ধ শুধু রাশিয়াকে ক্ষতিগ্রস্ত করে নাই, বরং পুরো পৃথিবীকেই ক্ষতিগ্রস্ত করেছে । এই যুদ্ধের কারণে দ্রব্যমূল্য এতটা বৃদ্ধি পেয়েছে যে, নিন্মবিত্ত ও মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে । তাছাড়া দ্রব্য উৎপাদনও অনেক কমে গেছে ।
যুক্তরাষ্ট্রকে বলবো , যেকোনো মূল্যে এই যুদ্ধ বন্ধ করুন । তা না হলে আপনারাও চরম সংকটে পড়বেন । আপনারাই পারেন এই যুদ্ধ বন্ধ করতে । যদি আপনারা এই যুদ্ধকে ন্যাটোর ইগো মনে করেন , তাহলে ভুল করবেন । কারণ রাশিয়া সরাসরি ন্যাটোর সাথে যুদ্ধে জড়ায়নি । এটা আপনাদের বুঝতে হবে ।
যুক্তরাষ্ট্রকে বলবো , সৎ হউন , পৃথিবীর ভালো করুন সততার সঙ্গে । নিন্মবিত্ত ও মধ্যবিত্ত ভীষণ কষ্টে আছে । ইউক্রেন যুদ্ধ বন্ধ করুন, ফিলিস্তিনকে স্বাধীন করুন । পৃথিবীর ৬০ ভাগ সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ । বর্তমান সময়ে যারা সৎভাবে বাঁচতে চায় তারা ভীষণ কষ্টে আছে । চীন ও ইরানের সাথে যুদ্ধে জড়াবেন না। কারণ চীন ও ইরানের সাথে যুদ্ধে জড়ালে কোটি কোটি মানুষ না খেয়ে মারা যাবে ।
কিছুদিনের মধ্যে বাংলাদেশে বিএনপি একটি বড়ো আন্দোলন করতে পারে । সেখানে হয়তো অনেক মানুষ মারা যাবে । এই মৃত্যুর জন্য শুধুমাত্র বিএনপি একা দায়ী না , বরং সরকারি দল বেশি করে দায়ী । কারণ গনতন্ত্রে সংলাপ সমঝোতা প্রধান শর্ত । যা সরকার করতেই চায় না । চুরি করে বড়লোক হওয়া ইসলামে কুফরি । যারা চুরি করে বড়লোক হয়েছো তারা কাফের হয়ে গেছো । তাদেরকে চিরজাহান্নামী হতে হবে । ভোট চুরি না করে বিএনপি এবং আওয়ামিলীগ সমঝোতা করে নিরপেক্ষভাবে ৫ - ৬ টি নির্বাচন করতে পারলে বাংলাদেশে শক্ত গনতন্ত্র প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আর যদি এটা না হয় , তাহলে উগ্রবাদী এবং মৌলবাদী শক্তির উত্থান ঘটবে , যা বাংলাদেশকে পাকিস্তানের মতো ব্যার্থ রাষ্ট্রে পরিণত করবে । আর এজন্য বিএনপি এবং আওয়ামিলীগ সমঝোতা চুক্তিও করতে পারে ।
যাইহোক যুক্তরাষ্ট্র চেষ্টা করছে বাংলাদেশে গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য । তাই যুক্তরাষ্ট্রকে বলবো এমনি করে ইউক্রেন যুদ্ধ বন্ধ করে পৃথিবীর সকল মানুষকে শান্তিতে বাঁচতে দিন । তা না হলে আবারও পরমাণু যুদ্ধের শংকা তৈরি হবে , যা হবে চরম ধ্বংসাত্মক । তাই আবারো বলবো ইউক্রেন যুদ্ধ বন্ধ করুন এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র করুন , তাহলে পৃথিবীর অধিক সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ । মহান সৃষ্টিকর্তা আপনাদের কল্যাণ করুন এবং সবার কল্যাণ করুন ।
( জাহাঙ্গীর আলম আকন্দ ) ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




