হে প্রভু
নতুন বছরে
আপনার পূর্ণ দাসত্ব করতে চাই
এবং পরিপূর্ণ একনিষ্ঠতার সাথে
পরিপূর্ণ দাসত্ব করতে চাই ।
এজন্য আমাকে
এবং আমার পরিবারকে
সর্বোচ্চ দয়া করুন ।
হে প্রভু আমাকে
এবং আমার পরিবারকে
সকল বিষয়ের মারেফাত শিক্ষা দিন ,
যাতে করে আমাদের ঈমান পূর্ণতা লাভ করে ।
অতঃপর আমাদেরকে কারামত প্রদান করুন
যাতে করে আমাদের ঈমান অধিকহারে
বাড়তে থাকে এবং
আমাদের ইবাদতের সওয়াব অধিকহারে বৃদ্ধি হয়
এবং সাধারণ মানুষ কারামত দেখে
পূর্ণ ঈমানদার হয় ।
হে প্রভু
এভাবে অধিক মানুষকে
মারেফাত শিক্ষা দিন
এবং কারামত প্রদান করুন ,
যাতে করে
তাদের ঈমান উত্তরোত্তর বৃদ্ধি পায়
এবং ইবাদতে সওয়াব উত্তরোত্তর
বৃদ্ধি পায় এবং
অধিকাংশ মানুষ হেদায়েত লাভ করে ।
হে প্রভু
আমার রাজনৈতিক দলে
সকলকে একত্রিত করুন ,
যাতে করে
সবাই পরকাল মুক্তি পেতে পারে
এবং পৃথিবীতে শান্তি ফিরে আসে ।
সকল হিংসা বিদ্বেষ ও মারামারি
বন্ধ হয়ে যায়
এবং অযথা যুদ্ধ বন্ধ হয়ে যায় ।
তবে সবার নিকট যা ন্যায়
সেই ন্যায়ের জন্য আমার দল
যুদ্ধে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ
এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য
এই যুদ্ধ হবে ইনশাআল্লাহ ।
তাছাড়া , এই যুদ্ধ হবে রাষ্ট্রীয়ভাবে
এবং সামরিক বাহিনী দ্বারা ।
আর নিজ দেশের আইনশৃঙ্খলা
ঠিক রাখবে পুলিশ বাহিনী ইনশাআল্লাহ ।
এজন্য আমার দল "মডারেট মুসলিম" কে
ক্ষমতায় যেতে হবে ইনশাআল্লাহ ।
তাই সকলের নিকট আবেদন
আপনারা সবাই আমার দলে যোগ দিন
এবং সহজভাবে ইহকাল ও পরকাল
মুক্তি লাভ করুন ইনশাআল্লাহ ।
( ডাঃ আকন্দ ) ।