একটি দেশের বিচার বিভাগ হল সেই স্তম্ভ যা আইনের শাসন নিশ্চিত করে। বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা ছাড়া একটি দেশে আইনের শাসন সম্ভব নয়। আইনের শাসন না থাকলে দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা দেখা দেয়
বিচার বিভাগ ধ্বংস হলে এর ফলে যেসব ক্ষতি হতে পারে সেগুলো হল:
১. আইনের শাসন লঙ্ঘিত হবে।
বিচার বিভাগ আইনের শাসন নিশ্চিত করার জন্য দায়ী। বিচার বিভাগ ধ্বংস হলে আইনের শাসন লঙ্ঘিত হবে। এর ফলে দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা দেখা দেবে।
২. মানবাধিকার লঙ্ঘিত হবে।
বিচার বিভাগ মানবাধিকার রক্ষার জন্য দায়ী। বিচার বিভাগ ধ্বংস হলে মানবাধিকার লঙ্ঘিত হবে। এর ফলে দেশে নানা ধরনের অত্যাচার ও নির্যাতন দেখা দেবে।
৩. বিনিয়োগ হ্রাস পাবে।
বিনিয়োগকারীরা একটি দেশের আইনের শাসন ও মানবাধিকারের অবস্থা বিবেচনা করে বিনিয়োগ করে থাকেন। বিচার বিভাগ ধ্বংস হলে বিনিয়োগকারীরা দেশে বিনিয়োগ করতে আগ্রহ হারাবে। এর ফলে দেশের অর্থনীতি দুর্বল হবে।
৪. সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাবে।
বিচার বিভাগ ধ্বংস হলে সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাবে। কারণ, মানুষ জানবে যে তাদের অধিকার রক্ষার জন্য কোনও ভরসা নেই।
এছাড়াও, বিচার বিভাগ ধ্বংস হলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে।
তাই বলা যায়, একটি দেশের বিচার বিভাগ ধ্বংস হলে সে দেশের সবকিছু ধ্বংস!
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



