টাকা লেনদেন এ আমাদের আরেক সাবধানতা অবলম্বন করতে হচ্ছে ইদানিং।
প্রশ্ন হচ্ছে আর কত সাবধানতা অবলম্বন করতে হবে?
এতদিন ছিল জাল টাকা, এখনত তা আছে।
নতুন করে শুরু হয়েছে
টাকা কি ১০০ দিলেন না ১০০০ দিলেন দিনে দুপুরেও ভুল হচ্ছে।
একটু অসতর্ক হয়েছেন তবেই
১০০ টাকার জায়গায় ৫০০ না ১০০০ দিনেল
তা বুঝার উপায় নাই।
কিছুদিন আগে ৭৫০ টাকার বিলে আমি দিয়েছি ২টা নোট। (৫০০ টাকা মনে করে) আসলে দিয়েছি ২০০০ টাকা। পরের দিন কমপ্লেন করে ৫ দিন পর ১০০০ টাকা ফেরত নিয়েছি
প্রায় একই ভুল হয়েছে ১২০ টাকার বিলে ৫২০ টাকা দিয়ে দোকান থেকে প্রস্থান। বুঝতে পেরেছি তখনই যখন দোকানদার ৫০০ টাকা ভাংতি চাইল আরেকজনের কাছে
বর্তমান টাকাগুলো এতই মিল যে ভুল ধরা কষ্ট
১০০ :
৫০০:
১০০০:
আমার মতে এই টাকার নোটই সবচাইতে সহজে ব্যবহার করা যেত। এ সকল নোট প্রত্যেকটির আলাদা কালার ও সাইজ ছিল
আর বর্তমানের সকল টাকার লেআউট প্রায়ই একই
তাই সাবধান

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




