
রূপজায়া, আমি তোমাকে ফিরে পেতে চাই
ফিরে পেতে চাই তোমার ভেজা চুল, ভেজা ঠোঁট।
আমি চাই তুমি আমার জন্য অপেক্ষা করো
আমি চাই তুমি আমাকে আলতো ছুঁয়ে বলো–
‘আমি চুইংগাম খাই না, তোমার জন্যেই রাখি।’
আমি চাই তুমি ভালোবাসায় ডুবে থাকো সবসময়
আমি চাই তুমি আমাকে আদর করে বলো–
‘আমি কি একাই ভালোবাসি, নাকি তুমিও বাসো!’
আমি চাই প্রতিদিন গোলাপ ফুটুক তোমার ঠোঁটে
আমি চাই তুমি লাল লিপিস্টিক মুছে ফেলে বলো–
‘তোমার জন্যই দিয়েছিলাম, এইতো মুছে দিলাম।’
রূপজায়া, আমি তোমাকে ফিরে পেতে চাই
ফিরে পেতে চাই বহু প্রতীক্ষার পর একটি সকাল।
© আলমগীর কাইজার
২৫.১২.২০১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


