
বাংলা বইয়ের ইংরেজি নাম খুবই বিব্রতকর।
বাংলা ভাষার বিকাশের জন্য বইয়ের ভূমিকা অপরিসীম। বর্তমানে বাংলাসাহিত্যের অধিকাংশ নতুন বই প্রকাশিত হয় একুশে বইমেলায়। বইমেলা হলো সবার হাতে বই পৌঁছে দেওয়ার সবচেয়ে ভালো মাধ্যম। বাংলাদেশে বই মেলা উপলক্ষে নানান ধরনের বই বের হয়। এছাড়াও বিভিন্ন সময় কিছু বই প্রকাশিত হয়।
ইদানিং বেশ কিছু বই লক্ষ করা যাচ্ছে যেসব বইগুলো বাংলা ভাষায় হলেও বইয়ের নাম ইংরেজিতে। বইয়ের নাম দেখেই অনেকে বই কিনছেন। বেচাকেনা ভালো হওয়ায় লেখকেরা লাভবান হচ্ছেন এবং ইংরেজি শব্দ ব্যবহারের দিকে ঝুঁকছেন।
যেসব লেখকেরা বাংলা বইয়ের ইংরেজি নাম দিচ্ছেন আসলে বাংলা সাহিত্যে তারা লেখক হওয়ার যোগ্যতাই রাখেন না (দুঃখিত, এমন একটা লাইন লেখার জন্য)।
ভাই, এতোই যদি ইংরেজি শব্দ ব্যবহারের শখ তবে বাংলা সাহিত্যে কী প্রয়োজন? ইংরেজি বই লিখুন। বাংলা বইয়ের ইংরেজি নাম দেখে মনে হয় বাংলা শব্দ ভান্ডারে খুবই অভাব কিংবা দারিদ্রতা চলছে।
বাংলা ভাষা কি সত্যিই ভিক্ষুক হয়ে গেছে? একটা প্রশ্ন থেকেই যায়, আমাদের এই দরিদ্রতা বাংলা ভাষার নাকি সাহিত্যিকদের মননশীলতার?
© আলমগীর কাইজার
০৪.০২.২০১৯
ছবিঃ গুগল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


