
জীবনের গলিপথ পার হয়ে এসে
বেঁচে আছি এটাই বড়, স্থির জলে ভেসে
ছোটোখাটো চাওয়াগুলো বড় হয়ে যায়
পাওয়াগুলো ভেঙে ভেঙে জীবন মিলায়।
প্রশ্নগুলো বিরোধ করে প্রশ্নের সাথে
উত্তর নেই, তবুও পথচলা জীবনের পথে
যতো ভুল, যতো কথা, সব আশা নিরাশা
জীবন তবুও খুঁজে নেয় জীবনের ভাষা।
শব্দহীন আলোহীন স্বপ্নেরা করে পায়চারি
লাল-নীল আলো খুঁজে গড়ে ঘরবাড়ি,
এই পথে নেই কোনো সত্যমিথ্যা বিচার
আপোসে জীবন বাঁচে, এটাই আচার।
© আলমগীর কাইজার
২৫.০১.২০১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


