
আগুনে আর কতটুকু পুড়েছে বাংলাদেশ
তারচেয়ে বেশি পুড়িয়েছে তোমাদের ভালোবাসা,
ভালোবাসা হয়েছে নতুন ক’রে সংজ্ঞায়িত
গর্ভবতী স্ত্রী নামতে পারেনি ব’লে স্বামীও নামেনি!
আগুনে আর কতটুকু পুড়েছে বাংলাদেশ
আগুনের চেয়ে তোমাদের ভালোবাসা অধিক শক্তিশালী,
বাবা বিরিয়ানির প্যাকেট হাতে সন্তানের প্রতীক্ষায়
সন্তান এখন জলন্ত আগুনে পোড়া ছায়!
আগুনে আর কতটুকু পুড়েছে বাংলাদেশ
তারচেয়ে বেশি লজ্জিত আমরা, পারিনি নিরাপদে রাখতে,
জড়াজড়ি করে আটকে থাকা লাশের ভিতরে লাশ
বাঁচা আর বাঁচানোর আপ্রাণ চেষ্টা, এতো জীবনেরই জয়।
আগুনে আর কতটুকু পুড়েছে বাংলাদেশ
তারচেয়ে বেশি পুড়িয়েছে তোমাদের ভালোবাসা
শহিদমিনারের সামনে হাজার লোকের সমাগম
অথচ চারটি খুলি পড়ে আছে পোড়া ধ্বংসস্তুপের মাঝে।
© আলমগীর কাইজার
২২.০২.২০১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


