তখন সবে মাত্র ইন্টারমিডিয়েট ফাস্ট ইয়ারে পড়ি। কলেজে তেমন যাওয়া হতো না আমার। প্রায়ই কলেজের নাম করে ঘুড়ে বেড়িয়েছি এখানে-সেখানে। আমার কাজিন, অতিশয় ভদ্র-বিনয়ী-বন্ধুত্বপূর্ণ তুষারকে নিয়ে তার বন্ধুদের সাথে আড্ডা দিতে রওনা হতাম ঢাকার অলিগলিতে। ঢাকা একসময় আমার কাছে ছিল পাশের বাড়ির মতোই। নারায়ণগঞ্জ হয়ে ফতুল্লার পাগলা লঞ্চ ঘাট হতে বুড়িগঙ্গা নদী বয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটে যেতাম, কখনো ফার্মগেট। আর সংসদ ভবন এলাকাতো হারহামেশাই। একবার তুষার ভাইয়ের সাথে ফার্মগেট যেতে হলো, তার নাকি নয়া বন্ধু আছে যাদের সাথে দেখা করবে। সেবারের যাত্রায় আমার আরেক বন্ধু, বন্ধুমহলে প্রাণ আনিসও সঙ্গী ছিল। ফার্মগেটে অপেক্ষার পালা, কখন আসবে কাজিনের সেই নয়া বন্ধু। একটা কথা বলা প্রয়োজন, তখন পত্রমিতালীর যুগ ছিল। অপেক্ষার ফাকেঁ ভাইজানকে বললাম তোমার নয়া বন্ধুদের ব্যাপারে কিছু বলো। যখন সে বললো ওদের নাম কণা-ডায়না, আমার তো তাহি-তাহি অবস্থা। বলে কি! আম্মা যদি জানে এর বিষয়টা-কলেজ ফাকিঁ দিয়ে ঢাকায় মেয়েদের সাথে দেখা-সাক্ষাত। আব্বা তখন দেশের বাহিরে ছিল, তাই আমার সব বিষয়ে গোয়েন্দাগিরি করাটাই ছিল আম্মার দায়িত্বে।
তখন গ্রামীনফোনের কলপ্রতি মিনিট চার্জ ছিল প্রায় সাত টাকা। আমার মোবাইল ছিল। কিন্তু কণা-ডায়নাদের হাতে এখনকার মতো সহজলভ্য মোবাইল ছিল না। তাই তাদের বের করার দায়িত্ব বর্তায় বন্ধু আনিসের উপর। যে কিনা মেয়েদের দিকে তাকাতেই পারতো না। ভিজা বেড়াল আর কাকে বলে!
ফার্মগেটের ওভারবিজ্রের উপর দাড়িয়ে আমার অপেক্ষা করছি আর মনে মনে তুষার ভায়ের গোষ্ঠি উদ্ধার করছি। একসময় বন্ধু আনিসের কল্যাণে ওদের দেখা পেলাম। যদিও একধিক বার অসংখ্য মেয়ের জিঞ্জাসাও করা হয়েছিল, এ কাজ করতে গিয়ে একবার মহা সমস্যায় পড়েছিলাম। অল্পের জন্য সেদিন গণপিটুনী থেকে রক্ষা পেয়েছিলাম। আর সেই ক্ষণেই আমার কণা ও ডায়নাকে খুঁজে পেলাম। যাক বাবা বাচাঁ গেলো।
তুষার ভাই রিক্সা নিলেন আর আমরা সবায় গেলাম সংসদ ভবন্ এলাকায়। কণা-ডায়নার সাথে তুষার ভাইয়ের কথোপকথন....আমরা জানি না আজও। কী কথা হয়েছিল্। শুধু ফ্যাল-ফ্যাল করে তাকিয়ে সময় পার করিছি। আজও সে অভিজ্ঞতা ভুলিনি। কণা-ডায়না অসম্ভব সুন্দরী ছিল.......
যদিও তুষারের সাথে কণা-ডায়নার পত্রমিতালী চলেছিল প্রায় অর্ধবছর। তারপর হাওয়া......কী বিচিত্র!
তুষার ভাই এখন দুই সন্তানের জনক। সুখেই কাটছে তার সংসারজীবন। মাঝে মাঝে জানতে ইচ্ছে, ভাইয়া তোর পত্রমিতালীর কতজন যে বন্ধু ছিল। আমার দেখা বিচিত্র একজন মানুষ। যার ৫০০০ এসএমএস শেষ হয়ে যায় মাত্র ২৪ ঘন্টায়। তার সকল বন্ধুরা তার এসএমএস বার্তা পেতে পেতে অতিষ্ঠ হয়ে উঠছে। সুসংবাদ যে সে আমার গ্রামীনফোন নম্বারে এসএমএস বার্তা প্রেরণ করতে পারে না।
আমাদের দুই ভাইয়ের মধ্যে ছিল বেশ অমিল্। সে চিঠি পোষ্ট করে সারাদিন কাটাতো আর আমি ভরদুপুরেও বল নিয়ে মাঠে। এ বল খেলা নিয়ে কতবার যে আম্মুর হাতে উত্তম-মাধ্যম খেয়েছি তার হিসাব সিএ এক্সপার্টও অডিট করে মিলাতে পারবে না। ফুটবলই ছিল আমার সব, আমার প্রেম-ভালোবাসা। এখনও ফুটবল খেলি তবে সাবধানে। পা বাচিঁয়ে খেলি্। ডাক্তারের হুকুম অমান্য করা চলবে না। তবুও খেলি্। আমার শৈশব-কৈশর কেটেছে খেলাধূলা করেই। আমার পড়ার রুমটা ভরে গিয়েছিল ট্রফি আর ট্রফিতে। এগুলো এখনও আমার সংগ্রহে আছে। আমার সুখময় অতীত।
আমার এখনও স্পষ্ট মনে আছে, এসএসসি পরিক্ষা চলাকালীন সময়েও আমি ফুটবল খেলতাম। ভূগোল পরিক্ষার রাত্রিতে তো আমি পড়তেই পারিনি, ফুটবল খেলে এতোটাই ক্লান্ত হয়েছিলাম যে পড়ার টেবিলে ঘুমিয়ে পড়েছিলাম্। শেষে রিভিশন ছাড়াই পরিক্ষা দিলাম্। মাত্র ২ নম্বরের জন্য আমার লেটার মার্ক পাওয়া হয়নি। জীবনে পড়াশোনার প্রতি যদি অনাগ্রহ ছাত্রদের তালিকা করা হতো আমি হতাম নম্বার ওয়ান।
আমার একটা গুণ না কী অন্যকিছু আজও তার রহস্যের কোন কূল-কিনারা করতে পারিনি। আমি এইচ.এস.সি ও অনার্স এবং মাস্টাস পরিক্ষায় কখনোই ৫ টির বেশি প্রশ্ন পড়িনি। প্রতিটি বিষয়ে পরিক্ষার হলে প্রবেশ করেই যখন প্রশ্ন হাতে নিতাম আমার কাকতালীয় ভাবে ৫ টি প্রশ্নই কমন পড়তো! অবিশ্বাস্য সেই কাহিনী। মহান আল্লাহর রহমত যেন আমার জন্য অবধারিত। শুকরিয়া আমার রব। সারা বছরই যারা পড়াশুনা আর কোচিং নিয়ে ব্যস্ত ছিল তাদের চেয়ে কোন অংশেই আমার ফলাফল খারপ ছিল না বরং ভালোই ছিল। বড় আপুর আক্ষেপ যদি আমি সারা বছরই ঠিকমতো পড়তাম তবে ফলাফল কতইনা ভালো হতো। তিন ভাই-বোনের মধ্যে আমিই কিন্তু উচ্চ শিক্ষিত। আমার কাজিন চাচাতো বোন অসাধারন একটা মেয়ে গণিতে যার স্কোর সবসময় ৯৮ থাকতো। আমি ফুটবল খেলে কিন্তু ঠিকই মার্স্টাস শেষ করেছি মেধাবী আপু কিন্তু তা অর্জন করতে পারিনি!
আমি খুব ক্ষেপাটে টাইপের একটা বদমেজাজী ছেলে। মাত্রাতিরিক্ত রাগের একগোড়ামি কারণে হারিয়েছি অনেক কিছুই. সে হারানোর তালিকায় প্রতিনিয়ত নতুন নতুন বিষয় যোগ হচ্ছে এখনও।
রাগের বর্শবর্তী হয়ে একবার আমাদের বাড়িতে থাকা এক ভাড়াটিয়া মেয়েকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে জব্দ করেছিলাম, তখন বুঝিনি এ আচরণের মানে কী? এখন তা আমি বেশ বুঝেছি, তখন আমার ভূমিকা ছিল একজন ইভটিজারের। আমি ভীষণ লজ্জিত সেদিনের আচরণজনিত অপরাধের জন্য, মৃত্যুর পূর্বে আমার সেই ছোট বোনটির কাছে ক্ষমা চাইতেই হবে। ওর স্বামী একজন ডাক্তার। ওরা সুখী হোক।
ওর নাম শেফা, ওর হৃদয় টুকরো টুকরো করেছিলাম। আমাকে ভালোবেসে এ রুপসী রাজকন্যাকে ভোগ করতে হয়েছিল ভালোবাসার নীলাভ যন্ত্রণা। ভালোবাসার নীল বিষে দংশিত হয়েছে অসংখ্যবার। সংসারী হয়ে আমাকে ভুলে গেলেই আমি লাকী।
এখন ভালোবাসায় ঘেন্না জন্মছে, প্রচুর.....অনেক। ভালোবাসা আর কচুঁ পাতায় পানি-একই কথা। আমাকে যদি প্রশ্ন করা হয়- তোমার সবচেয়ে বড় শত্রু কে?--উত্তর হবে "ভালোবাসা"। আমার ভালোবাসাই আমার সবচেয়ে বড় শত্রু, ভয়াবহ শত্রুতা আমার সাথে ওর।
সবাইকে বলি রোবট দেখতে চাইলে চলে এসো আমার কাছে .....মনুষ্য রোবট দেখেছো কখনো......
আলোচিত ব্লগ
তৌহিদি জনতার নামে মব সন্ত্রাস

ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত।
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ধর্মের নাম ব্যবহার করে সংঘটিত দলবদ্ধ সহিংসতার ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে তৌহিদি জনতা পরিচয়ে সংঘবদ্ধ হয়ে... ...বাকিটুকু পড়ুন
মুখ গুজে রাখা সুশীল সমাজের তরে ,,,,,,,,

দুর্যোগ যখন নামে আকাশে বাতাশে আগুনের ধোঁয়া জমে
রাস্তা জুড়ে কখনো নীরবতা কখনো উত্তাল প্রতিবাদের ঢেউ
এই শহরের শিক্ষিত হৃদয়গুলো কি তখনও নিশ্চুপ থাকে
নাকি জ্বলে ওঠে তাদের চোখের ভেতর নাগরিক বজ্র
কেউ কেও... ...বাকিটুকু পড়ুন
নজরুল পরিবারের প্রশ্ন: উগ্রবাদী হাদির কবর নজরুলের পাশে কেন?

প্রায় অর্ধশতাব্দী আগে কাজী নজরুল ইসলামের দেহ সমাধিস্থ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে। শনিবার বাংলাদেশের স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ সেখানেই দাফন করা হল ভারতবিদ্বেষী বলে পরিচিত ইনকিলাব মঞ্চের... ...বাকিটুকু পড়ুন
হাদির আসল হত্যাকারি জামাত শিবির কেন আলোচনার বাহিরে?

গত মাসের শেষের দিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের ছেলে সালমান, উসমান হাদির সঙ্গে খু*নি ফয়সালের পরিচয় করিয়ে দেন। সেই সময় হাদিকে আশ্বস্ত করা হয়—নির্বাচন পরিচালনা ও ক্যাম্পেইনে তারা... ...বাকিটুকু পড়ুন
দিপুকে হত্যা ও পোড়ানো বনাম তৌহিদী জনতা!

পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড (Pioneer Knitwears (BD) Ltd.) হলো বাদশা গ্রুপের (Badsha Group) একটি অঙ্গ প্রতিষ্ঠান। বাদশা গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান কর্ণধার হলেন জনাব বাদশা মিয়া, যিনি একইসাথে এই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।