করোনা অনেক দিয়েছে-সুন্দর প্রকৃতি,নির্মল আকাশ,ডলফিন শিশুদের সাতারকাটা,সাথে নতুন কিছু শব্দ। তার মধ্যে Social Distancing টা অপ্রিয় হলেও সুন্দর শোনায়। এ শব্দ দুটিই ভয়াবহ ও প্রতিকারহীন করোনার ক্ষেত্রে এখন পর্যন্ত বেচে থাকার প্রচেষ্টায় অন্যতম দাওয়াই।
করোনায় সারা পৃথিবীর মানুষ যেখানে আতংকে কাপছে-আয়হীন লকডাউন যেখানে অনেক মানুষের ক্ষুধার আগুেন দিন দিন ক্ষনে ক্ষনে বাড়ছে- সেখানে নেটে অনেক যায়গায় দেখা যায় সরকারি চাউল চোরের সংখ্যাও বাড়ছে। এরা বিভিন্ন সময় বিভিন্ন দলের খোলসে ঢুকে
নিরন্ন মানুষের বেচে থাকার খাবারের চালকে টাকা বানাচ্ছে। এসব
নির্ভিক চোর গুলিকে আসুন খেতাব দেয়া যাক। এখন থেকে চার পুরুষ এদেরকে আমরা "সামাজিক চোর" বা" Social Criminal"বলে ডাকি এবং বিশেষ সন্মামনা হিসাবে একঘরে করে রাখি।
বিভিন্ন লকডাউনের যায়গায় মেম্বার-কাউন্সিলর রা আইন নিজের হাতে তুলে নিয়ে পুলিশের কাজ করছে,নীরিহ মানুষগুলিকে পিটাচ্ছে-অলিগলি রাস্তাঘাট বাশ দিয়ে বন্ধ করে দিচ্ছে -এদেরকে মানবতা বিরোধী কাজের অপরাধে ধরে ধরে থানায় দেই।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




