দিন দিন করোনায় আক্রান্ত ও সনাক্ত রোগির সংখ্যা বাড়ছে।এটি অনেকের জন্যই আতংক সৃষ্টিতে সহায়তা করছে।
আমেরিকা,ইউরোপ(বিশেষ করে ইতালি থেকে লাখ লাখ প্রবাসীরা দেশে এসেছেন।সে সময় সেসকল দেশে করোনা তান্ডব শুরু হয়ে গিয়েছিল। এ অবস্থায় তাদের অনেকেরই সুপ্ত অবস্থায় করোনা থাকার কথা। দেশে আসার পরও অনেকেই হোম কোয়ারেন্টাইন মেনে চলেন নি। এতে তাদের পরিবার পরিজন ও বন্ধুবান্ধবের মধ্যেও ইনফেকশান ছড়িয়ে গেছে। এদের মধ্যে হয়তোবা কেউ গোপন করছেন বা ঘরেই symptomatic চিকিৎসা করানোর চেষ্টা করছেন। টেষ্টের কেন্দ্রও বেড়েছে।তাই আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। বুলেটিনে আক্রান্তের সংখ্যা এখনও তুলনামুলকভাবে যথেষ্ট কম বলেই মনে হচ্ছে। যা বলা হয় তা যদি সঠিক ফিগার হয় তবে "আলহামদুলিল্লাহ"। তবে situation ইনশাআল্লাহ আয়ত্বে আছে।(সেটাকে পরম করুনাময়ের অসীম অনুগ্রহ এবং মেজরিটি মানুষের
সচেতনতা এবং সাবধানতার ফসল বলেই মনে করি।সরকারি এবং বেসরকারি প্রচেষ্টাতো আছেই।
কিন্তু এখনও যদি Fact লুকিয়ে রাখার অভ্যাস চলমান থাকে তবে ভবিষ্যত নিয়ে কোন আশা করা কঠিন হবে। কারন তথ্যের সঠিকতা(Purity) ই সিদ্ধান্তে পৌছার প্রধান নিয়ামক।
সুতরাং এ মুহুর্তে যদি জনগনকে জানাতেই হয়-তবে সত্য জানানোই মংগলজনক।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




