আয়োজকদের সাথে পরিচিত হবার সুবাদে আগেই জেনেছিলাম এ ল্যাপটপ মেলার কথা। মেকার কমিউনিকেশন নামক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম বাংলাদেশে বেশ কয়েকবছর ধরেই এ ল্যাপটপ মেলার আয়োজন করে। জানুয়ারি এবং জুন- এ সময়ে আলাদা দুটি ল্যাপটপ মেলা অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানটির তত্বাবধানে। প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ঠ অনেকেই আমার বেশ ঘনিষ্ঠ। তাদের সুবাদেই মেলার তথ্যগুলো বেশ আগেভাগে আমার জানা।
ল্যাপটপ কেনার জন্য মেলা দারুণ একটা সুযোগ করে দেয় ক্রেতাদের জন্য। এখানে সবগুলো প্রতিষ্ঠান অংশ নেয়ায় প্রতিযোগিতাও অনেক বেড়ে যায়। প্রতিষ্ঠানগুলোও প্রচুর ছাড় ঘোষনা করে। তাই ল্যাপটপ কেনার যদি পরিকল্পনা থাকে তাহলে এখনই প্রস্তুত হতে পারেন। আর ১০ থেকে ১২ জুন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলণ কেন্দ্র থেকে বেছে নিতে পারেন নিজের পছন্দের ল্যাপটপটি।
ল্যাপটপ ফেয়ারের সব আপডেট দেয়ার জন্য অর্গানাইজারদের পক্ষ থেকে একটি ফেইসবুক পেইজ খোলা হয়েছে। এ পেইজটির মাধ্যমেই মেলার বিভিন্ন ছাড় ঘোষনা করা হবে বলে আয়োজক সূত্র জানিয়েছে। ল্যাপটপে মূল্যছাড় আর পুরস্কার সম্পর্কে আপডেটেড থাকার জন্য তাই পেইজটি লাইক করবার পারেন।
ল্যাপটপ যারা কিনবেন তাদের মিলাদ দেয়া ফরজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




