তোমাকে ভেবে দিন শুরু করি,
তোমার হাসি আমার পৃথিবী ভরি।
চোখে চেয়ে বলি না কিছু,
তবুও তুমি বুঝে যাও মনের পিছু।
তোমার স্পর্শে বাঁচতে চাই,
তোমার কথায় হারিয়ে যাই।
তোমার নামেই আমার কবিতা,
তোমার ছোঁয়াতেই সব ব্যথা মুছে যায়।
তুমি নেই পাশে, তবুও আছো,
মনের আকাশে তুমি চাঁদের মতো হাসো।
যত দূরেই থাকো না কেন,
প্রেম তো দূরত্ব মানে না কখনোই।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০২৫ রাত ১০:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




