বন্ধুগণ,
একটি বই পড়ে আমার খুব ভাল লেগেছে। তাই আমি এটি সবার সাথে share করতে চাই। বইটির নাম "আদাবুল মুআশারাত" লেখক মাওলানা আশরাফ আলী থানভী (রহঃ)। আমি বইটি ধারাবাহিকভাবে অংশবিশেষ করে পোষ্ট করব ইনশাআল্লাহ।
আদব-১
যখন কোন ব্যক্তির নিকট সাক্ষাৎ করতে বা কিছু বলতে যাও, আর তার কোন ব্যস্ততার কারনে সুযোগ না থাকে- যেমন, সে কুরআন শরীফ তেলাওয়াত করছে, বা ওযীফা পাঠ করছে, বা নির্জনে বসে কিছু লিখছে, বা শোয়ার প্রস্তুতি নিয়েছে, বা লক্ষণের ভিত্তিতে এ ধরনের অন্য কোন অবস্থা জানতে পারো, যার দ্বারা বোঝা যায় যে, ঐ ব্যক্তির নিকট গেলে বা তার দৃষ্টি আকর্ষণ করলে যথাসম্ভব তার ক্ষতি হবে, বা সে বিরক্ত হবে বা পেরেশান হবে- তাহলে এমন সময় তার সাথে সালাম-কালাম করো না। বরং ফিরে যাও। আর যদি খুব বেশী জরুরী কথা থাকে, তাহলে আগে তাকে জিজ্ঞাসা করে নাও যে আমি কিছু বলতে চাই। তারপর অনুমতিক্রমে কথা বলো। এতে বিরক্তি বা কষ্ট হয় না। আর না হয় অবসর সময়ের জন্য অপেক্ষা করো।
চলবে......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




