যখন দিন বয়ে যায় অস্তরাগের ছোঁয়ায়
তখন একটু একটু করে জেগে উঠি নীল সীমানায়,
কারো'র কাছাকাছি.....।
এখনও প্রশ্ন করছি নিজেকে ,তোমার অসহয়তা কেন দুর্বল করে বুঝতে পারি না ।
কোনো এক মূহুর্তে হয়তো বুঝব বা
দীর্ঘকাল এমনই কেটে যাবে ....।
আকাশে মিটমিট করবে সন্ধ্যাতারা।
কাকপক্ষী টের পায় এই অখন্ড নীরবতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




