একটা ঈদ থেকে আরেকটা ঈদ এর দুরত্ব ৩৬৪ দিন..সবাই আশায় থাকে এই দিনটা প্রিয়জনদের সাথে কাটাবে .কেউ ছুটি পায় কেউ পায়না...
লোকমান: গত ৩ বছর হইলো লোকমান মিয়া কাজ করে সালমান সাহেব এর বাসায়,ঈদ এর দিন অনেক মেহমান আসে,লোকমান ছাড়া তারা অচল,তাই লোকমানের ছুটি নাই।লোকমান ঈদ এর দিন টেবিল এ খাবার সাজায় আর ভাবে গেরামে তার ছোট্টো ভাইটার কথা...মায় কি আইজকা সেমাই রানছে,বাজান কি বাবুল রে নিয়া মাঠে গ্যাছে নামায পরতে...ইস্ বাজান যদি বাবুল রে একটা নতুন জামা কিন্না দিতো...।
উজ্জল: সার্জেন্ট উজ্জল,হ্যালো,মৌচাক এর দিকে ক্লিয়ার করেন,ওভার,ওভার...ওয়াকি টোয়াকি এর কমান্ড পাওয়ার সাথে সাথে সার্জেন্ট উজ্জল ব্যাস্ত হয়ে পড়ে জ্যাম ক্লিয়ার করার জন্য......বাসা থেকে নতুন বৌ একটু পর পর মোবাইল এ ফোন দেয়.....তোমার কি এই ঈদ এর দিনেও ডিউটি করা লাগবে.....
কর্পোরাল মইন: বাংকার এ একটা মন খারাপ ভাব সবার..অনেকেই ছুটিতে গ্যাছে....কর্পোরাল মইন এইবার ঈদেও ছুটি পেলোনা....মেশিনগান হাতে বাংকার এ পজিশান নিয়ে থাকে,সীমান্তের অতন্দ্র প্রহরী .....ছেলেটা বুঝি বড় রাস্তায় আইসা বইসা থাকবে বাপের আশায়....
মজনু: ২০ দিনে ঢাকার শহর ভালোই চিনে ফেলছে মজনু মিয়া,ডেইলি হাফ্ বেলা কইরা রিকশা চালাইতাছে...তাও ভাগে পাওয়া যায়না.....শুনছে ঈদ এর দিন অনেক কামাই ,রিকশাওয়ালাও কম...সময় যায় আর মজনুর পকেট ভরতে থাকে...শহরের কি রং চং আ ঈদ..।একটা অস্থিরতা মনের মধ্যে ....আরো জোরে প্যাডেল মারে.....আজকে রাতের গাড়ীতেই রংপুর যাইতে হবে...সে জানে এই ঈদেও তার বাড়ীর উনুন জ্বলেনি....যাওয়ার সময় ঢাকাই লাচ্ছা সেমাই কিনতে হবে..বুড়া বাপ আর পোলাডা খুব পছন্দ করে..।
কালাম: স্যার এর মুখের উপর কোনো কথা বলতে পারেনা কালাম,স্যার কইলো আরে কালাম তুমি গেলেগা আমরা ঈদ এর দিন বাইর হমু ক্যামনে...থাকো মিয়া,কিসের মিয়া ঈদ মিদ,পরে যাইও....ড্রাইভার কালাম ঈদের দিন ফঁাকা রাস্তায় গাড়ী চালায় আর বাড়ীর কথা ভাবে....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




