মতিয়া চৌধুরী সাদামাটা চলেন ফিরেন। একদিন চা'র দাওয়াত করেছেন মহাজোট নেত্রীবৃন্দ কে। শেখ হাসিনা গেছেন রাশিয়া সফরে তাই উনি উনার প্রতিনিধিত্ব করতে শেখ সেলিম কে পাঠালেন। মতিয়া আপার ঘরে একটি মাত্র চেয়ার । অনেক পুরনো চেয়ারটির ঠিক মাঝখানে পেরেকের ছুঁচলো দিকটি উঁচু হয়ে আছে ।
হু মু এরশাদ ঘরে ঢুকে চেয়ারে বসেই ব্যথায় ককিয়ে উঠলেন । তারপর এক দৌড়ে বেরিয়ে গেলেন ঘর থেকে ।
রাশেদ খান মেনন ঘরে ঢুকলেন, চেয়ারে বসবেন এমন সময় মতিয়া চৌধুরী ধমক দিয়ে তাকে উঠিয়ে দিলেন।
শেখ সেলিম ঢুকল এই বার, চেয়ারে বসল । দাঁতে দাঁত চেপে ব্যাথা সহ্য করে বসেই রইল ।
এবার ঘরে ঢুকল হাসানুল হক ইনু। শেখ সেলিমের অবস্থা দেখে বাইরে চলে গেল এবং অনতিবিলম্বে ফিরে এল আর একটি চেয়ার নিয়ে । পেরেক গাঁথল তাতে । তারপর বসে রইল শেখ সেলিমের পাশে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




