তুমি ঘরে আসার আগেও চলতো মৈথুনে সুখ খোঁজা-
এখনো চলে তুমিহীন শূন্য ঘরে!
অষ্টাদশী মৈথুনের ধারা বদলে এসেছে বৈপ্লবিক অগ্রগতি;
তবু একবিংশ শতাব্দীতেও দেখি উনিশের শোক।
নিশিরাত!
উদ্যোমী সকাল!
ক্লান্ত দুপুর! ঝিমানো বিকেল!
ঘুম ভেঙ্গে জেগে উঠে, কেঁপে উঠে ক্ষণে ক্ষণে মহাকাল!
বনপাকুড়ের ঝোপে আড়াল করি হতাশা আর মানসিক অবসাদ।
তারপর,
তারপর না পাওয়ার ব্যথা ভুলে পাখির ঠোঁটে সাত প্রহরের বসবাস।
আকাশে কালো মেঘ,
বইছে বাতাস; উড়ছে আবেগ।
উড়ে গেলে যাক ঘরের ফুটো চালা ফুটন্ত ফুল
গিরিখাতে ঝর্না এলে থই থই পুকুর;
ডুবি,
ডুবাই-
তরী বেয়ে ঘাটে ফিরি তরতাজা মন কতকিছু ভুলে।
অবাধ্য শরীর! অভুক্ত পেট! ভেজা দরোজায়-
তবু সময় অসময় মৈথুনে সুখ খুঁজে।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


