দাদা আলু দিও, ডিম দিও, দিও মরিচ, পিঁয়াজ
ইলিশ দিলাম পূজায় খেও, মদের সাথে চিয়ার্স.....
দিব না বলে তবুও দিলাম পদ্মা নদীর ইলিশ
আস্তে দাদা কাঁটা আছে, গোগ্রাসে না গিলিস!
বিঁধলে কাঁটা তুলবে কে সে? নেই তো আপা দেশে
ইলিশ খেয়ে মরলে দাদা,... দোষ দিও না শেষে!!
কাঁটার বেশে এপার থেকে ঢুকতে পারে লীগ
বলা কী আর যায়রে দাদা? যা হচ্ছে চারিদিক।