ভাই সততার আলো....
আপনার কথা হতেই একটি জিনিস স্পষ্ট।
"যে আলো একজন সাধারন এবং উদ্ভ্রান্ত এবং উচ্ছৃংখল যুবককে পরশ পাথরে পরিণত করে।আর সে আলোর নাম ইসলাম ছাড়া আর কিছু যে নয় তা আপনি প্রত্নতত্ব ঘাটলেও পাবেননা।"
আপনি স্পষ্টই অন্য ধর্মকে হেয় করছেন। কোন ধর্ম শ্রেষ্ঠ বা কোন ধর্ম বড়, কোন ধর্মে নির্বাণ পাওয়া যায় তা কিন্তু আলোচনার বিষয় নয়।
"সংখ্যালঘুদের উপর অত্যাচার করা মুসলমানদের চরিত্রে নেই। যা মিডিয়াতে মাঝে মাঝে শোনা যায় তা মিথ্যা প্রচারনা ছাড়া আর কিছু নয়।"
আপনি ভুলে যেতে বলেন পার্বত্য সমস্যার কথা। আপনি যদি ইতিহাস ভালোই জেনে থাকেন- তবে আপনার জানার কথা-
ইসলাম ধর্মে দীক্ষিত আরবরা প্রথম ভারত অভিযান করে অষ্টম শতকে, খলিফা ওয়ালিদের সময়ে। বলা হয় মসজিদ উলেমাদের প্ররোচনায় এ অভিযান চালানো হয়, খলিফার অনুমতি না নিয়ে। তবে তা কোন আনুষ্ঠানিক অভিযান বা দেশ জয়ের অভিযান ছিলো না। ১০ম শতাব্দীতে এসে তুর্কীরা অভিযান চালায়। ৩য় অভিযান হয় একাদশ শতাব্দীতে। গজনীর সুলতান মাহমুদ থানেশ্বর, কনৌজ ও মথুরা, সনাতনী ধর্মাবলম্বীদের তিনটি কেন্দ্র ধ্বংস করেন ও সোমনাথের মন্দির লুট করেন। ১২শ শতাব্দীতে ৪র্থ অভিযান হয় মহম্মদ ঘুরির, যার নেতৃত্বে ছিলেন বখতিয়ার খিলজি। বেনারস শহর রক্তের বন্যায় ভাসে, বৌদ্ধ বিহার ও হিন্দু মন্দির ধ্বংস করেন। এর মধ্যে অন্যতম নালন্দা, ওদন্তপুরী, বিক্রমশীলা বৌদ্ধ বিহার। বিশ্ববিদ্যালয়ে রক্ষিত পুঁথিপত্র জ্বালিয়ে দেবার পাশাপাশি বুদ্ধ মূর্তিগুলো ভেঙে ফেলেন। মন্দিরের হিন্দু পুজারি, আর বৌদ্ধ বিহারের নিরীহ ভিক্ষুদের তরবারির আঘাতে মুন্ডুচ্ছেদ করা হয়। বহু মানুষকে জোর করে ভয় দেখিয়ে ধমান্তরিত করা হয়। খিলচজ ও তার দলবল শিল্প সমন্বিত প্রাচীন ভাস্কর্য ও স্থাপত্য ধ্বংস করে ইসলামের নামে (এখনকার সাথে খুব বেশি একটা পার্থক্য নেই)
প্রাচীনকাল থেকেই আমাদের দেশের ধর্মে রাজনীতির স্থান নেই, আছে আধ্যাত্মিকতা চেতনার, দর্শনশাস্ত্রের আর মুক্তচিন্তার। কিন্তু আমাদের দেশে ইসলামের যে ভার্শনটি এসেছে তা রাজনৈতিক। কোরআনে আর হাদীসে যাই থাকুক না কেন দার অল ইসলাম আর দার অল হরব দুভাগে ভাগ করবেই রাজনৈতিক ইসলামপন্থীরা। তাই সারা বিশ্বে ইসলাম পন্থীরা চিরকাল অন্যদের হজম করতে না পেরে রণনীতির আশ্রয় নিয়েছে। স্যামুয়েল পি হান্টিংটনের বিখ্যাত বই 'দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস এন্ড দ্য রিমার্কিং অফ ওয়ার্ল্ড অর্ডার' এ বলেছেন
Militarism, indigestibility, and proximity to non-Muslim groups….. could explain muslim conflict propensity troughout history, if that is the case.
এই ঐতিহাসিক আরো একটি কারণ বলেছেন The demographic explosion in muslim societies and the availability of large numbers of often unemployed males between the ages of fifteen and thirty is a natural source of instability and violence both within islam and against non muslim.
এর বেশি আর কি কিছু বলার প্রয়োজন আছে?