অন্ধকার আরো গাঢ় হচ্ছে..মনে হলো যেন ঘন কুয়াশায় হারিয়ে গিয়েছি..দু'একবার বিজলি ঝিকিয়ে উঠলো..অনেক দূর থেকে ভেসে এলো বজ্রপাতের গুরুগম্ভীর আওয়াজ..ভারী হয়ে গেল ভেজা বাতাস..থমথমে নিরবতা নামল চারপাশে..
ভাবগম্ভীর একটা পরিবেশ..প্রকৃতিও যেন উৎসর্গের সাজে নিজেকে সাজাচ্ছে..বরণ করে নেবে আমাদের দুজনকে বৃষ্টির চাদরে..ও আমাকে বললো "একটু অপেক্ষা করো..মেঘ সরে যাবে..মেঘের ওপাশে আলো আছে.."
খুব ধীরে ধীরে ওপরের দিকে উঠতে শুরু করলো মেঘরাশি..দেখা গেল সবুজাভ একটা অপার্থিব আলো..আরেকটু ওপরে উঠলো মেঘ-চাদরের কিনারা..সবুজ আলোটা রক্তের মতো লাল হয়ে গেল ওপরের কুচকুচে কালো মেঘে অস্তমিত সূর্যের শেষ রশ্মিটুকু পড়ে..মনে হলো চারপাশের সবকিছুতে লাল টুকটুকে আগুন ধরে গেছে..শুধু ঠিক আমাদের মাথার ওপরের আকাশটা থাকলো কালির মতো কালো..
মনে হলো বিদ্যুৎশিখাটা, চিরে দিল নীচের মেঘগুলোর কিনারা..আলো বাড়তে শুরু করলো ক্রমেই..সেই সঙ্গে আকাশ আরো রক্তিম হয়ে উঠলো..আকাশে হাজারো রঙের মেলা বসেছে যেন..বিরাট একটা লাল চোখের মতো দেখাল সূর্যটাকে..
(..ডায়রীর পাতা হতে কিছু লাইন..)
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০৫