কিন্তু এমন নাও হতে পারে..হতে পারে এসবই আমার বিষন্ন মনের কল্পনা। আবার যখন পপলার বীথির নিচে দাড়িয়ে শুনবো হাওয়ার সংগে পাতার খেলা। কুল কুল করে বয়ে যাবে নদী, নীল আকাশে দেখবো সাদা মেঘের ভেলা, তখন হয়তো এসব চিন্তা ধুলোর মতো কোথাও উড়ে যাবে। এইযে রক্তে তারূন্যের তুমুল মাতামাতি। অজানা অচেনা রোমাঞ্চে ভরা ভবিষ্যতের হাজারো কল্পনা, মনের গভীরে লুকিয়ে রাখা স্বপ্নের মতো সুন্দর ছবি, ভালোবাসার স্বপ্নীল হাতছানি, সেকি অতীতের দুঃস্বপ্নের দিনগুলোর স্রোতে ভেসে যেতে পারে ? উঠে দাড়ালাম। সম্পূর্ন শান্ত আর নিশ্চিত আমি । আসুক, মাস বছরগুলো আসুক। ওরা আমার কাছ থেকে আর কিছুই ছিনিয়ে নিতে পারবে না। আমি এত নিঃসঙ্গ, এত রিক্ত যে ভবিষ্যৎকে ভয় পাবার মতো কিছুই নেই আমার। মনে যে শক্তিতে পার হয়ে এলাম এগুলো বছর, সে এখনও আছে আমার সাথে। কিন্তু সে শক্তিকে পোষ মানাতে পারবো কিনা জানিনা। কিন্তু যতক্ষন সে আছে, আমি জানি আমার মনের শত বাধার মধ্যেও সে নিজের পথ ঠিকই খুজে নেবে। অসম্ভব শান্ত একটা দিন । ঝকঝকে নীল আকাশ, মাঝে মাঝে সাদার ছোপ । বাতাস বইছে মৃদুমন্দ, ঘাসের ডগায় শিশির বিন্দু এখনও শুকোয়নি। লাল লাল ফুলগুলোর ওপর ছোটাছোটি করছে দুটো রঙিন প্রজাপতি। নির্মল বাতাস, চারিদিক এমন নিস্তব্ধ যে
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০৭