একটি খবর দেখুন
Click This Link
এখন ভাবুন আমরা কত ভয়াবহ এক অসভ্য জগতে বাস করছি। বাবা তার মেয়েকে পছন্দমত জায়গায় বিয়ে দিতে পারছে না। সেখানেও পুলিশী মাস্তানী। জেল জরিমানা।
আমি জানি বাল্যবিবাহ আইনে নিষিদ্ধ। জানি। আর সাথে সাথে এটাও বিশ্বাস করি এ আইনটি একটি জংলী আইন, অসভ্য মানুষের আইন, পরাধীন যুগের আইন। একটি জাহেলী কালা-কানুন। মানবাধিকারের পরিপন্থী।
কারণ :
এক. বাল্য বিবাহ মানে মেয়ে ১৮ বছর আর ছেলে ২৫ বছরের নীচে হলে তাকে ধরা হবে বাল্য বিবাহ।
অথচ, ছেলে পচিশ বছরের অনেক আগে আর মেয়ে আঠার বছরের অনেক আগে বয়:প্রাপ্ত হয়। তখন তাদের বিয়ের প্রয়োজন দেখা দেয়।
দুই. বিবাহ একটি ধর্মীয় বিষয়। ইসলাম ধর্মে অভিভাবকের সম্মতিতে বাল্য বিবাহের অনুমতি আছে। আইন করে ইসলামের একটি বৈধ বিষয় ও সুযোগকে অবৈধ করা অন্যায় হয়েছে। ইসলামের একটি উদারতাকে সংকীর্ণতায় পরিণত করা হয়েছে। ইসলামের দেয়া সুবিধাকে নিষিদ্ধ করার ক্ষমতা ওদের কে দিয়েছে?
তিন. বয়স হলে বিয়ে করা সৃষ্টিকর্তা প্রদত্ত একটি অধিকার। যারা এ অধিকার প্রয়োগে বাধা দেয় ওরা মানবতার দুশমন।
চার. আমি ঠিক জানি না এটা বৃটিশ না পাকিদের করা আইন। যাদেরই হোক, এ আইন বাতিল করা উচিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



