১. জাতির পিতা 'শেখ মুজিবে'র নামে দিল্লীতে রাস্তার নামকরণ।
২. শেখ হাসিনাকে লাল গালিচা এবং মোদি বরন।
( 'সিকিম' কাহিনী মনে করবেন না প্লিজ। )
৩. বঙ্গবন্ধুর আত্মজীবনীর হিন্দী সংস্করন প্রকাশ।
৪. বঙ্গবন্ধুর উপর পূর্নদৈর্ঘ্য সিনেমা তৈরির ঘোষনা।
৫. ২০২১ সালে স্বাধীনতার সূবর্ন জয়ন্তী উপলক্ষে ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে ডকুমেন্টারি তৈরির প্রতিশ্রুতি।
ভারত এতো বড় দেশ হয়েও ক্ষুদ্র বাংলাদেশকে কতো কিছু দিয়েছে। সবই অমূল্য। সংকীর্ণ জাতীয় স্বার্থের কথা বলে এগুলোর মূল্য নির্ধারণ সম্ভব নয় আর এসবের বিনিময়ে কি নিয়েছে জিজ্ঞাসা করে বন্ধুত্বকে কলংকিত করবেন না।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



