প্রধানমন্ত্রী কে ব্লগের দৃষ্টি আকর্ষণ করা পোস্ট দেখে মনে হয় তিনি "বিদ্যুত" গতিতে "বিদ্যুত" সমস্যার সমাধান দিয়ে দিলেন!!! কিন্তু না- এটা এখনো বাস্তবে ঘটেনি! সমাধান টা আপাতত মুখে মুখেই হয়েছে!
স্কুল জীবনে বন্ধুদের সাথে এধরনের পরিস্থিতিতে বলতাম, হেন করেঙ্গা তেন করেঙ্গা মরা মুরগির.... কিন্তু এটা স্কুল জীবনও নয় আর এই পরিস্তিতির জন্মদাত্রী বঙ্গবন্ধুর কন্যা হলেও বন্ধু তো নয়, তাই "মরা মুরগির...." বলা যাচ্ছে না! আসলে বাংলাদেশে মুখে মুখে সব কিছুই সম্ভব!
এই ব্লগেই অনেকে নানা ধরনের সমাধান এর কথা বলেছেন, তাই ওই ব্যপারে কিছু না বলে আরেকটা গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক কথা বলি।
কিছুদিন আগে বিরোধীদলীয় নেত্রী বলেছেন... ‘বিদ্যুত্, পানি ও গ্যাসের তীব্র সংকট মোকাবিলায় সরকার ব্যর্থ। বিএনপির সরকারের সময় নাকি বিদ্যুত্ খাতে ২০ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। কিন্তু আমাদের সময় এই খাতে বরাদ্দ ছিল সাড়ে ১৩ হাজার কোটি টাকা। এর মধ্যে নয় হাজার কোটি টাকা বেতন-ভাতা বাবদ খরচ হয়। বাকি টাকা খরচ হয় বিদ্যুতের উন্নয়নকাজে। তাহলে লুটপাট হলো কোথায়?’ [সুত্র: Click This Link
১৩ হাজার কোটি টাকার ভিতর বিদ্যুত উন্নয়নে মাত্র ৪ হাজার কোটি টাকা খরচ হয়েছে আর বাকি ৯ হাজার কোটি টাকা বেতন-ভাতা!!! কি দারুন উন্নয়ন চিত্র!!!!! এটা আবার গলা উচু করে বলাও হয়!
যাহোক, আমাদের দেশের সরকার বদল হয়েছে কিন্তু বিদ্যুত উন্নয়নের সাথে যেসব আমলারা জড়িত আছে তারা তো বদল হয়নি! আগের সরকারের আমলে যদি ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ হয়ে থাকে এবার নিশ্চয় তার থেকে কম হবে না! যদি একই ধরনের উন্নয়নের চিত্র বহাল থাকে তাহলে ধারণা করা যায়, বেতন-ভাতাই এর বৃহত অংশ খেয়ে ফেলবে! যদিও আমরা প্রায় সময়ই যারা রাজনীতি করেন তাদেরকে দোষারোপ করি, কিন্তু এসব আমলারা কিন্তু কোনো অংশে কম না- এরা তো আর আগের/পরের আমলাদের দিকে আঙ্গুল প্রদর্শন করতে পারবেন না!
তাই সময় থাকতে এখনি জবাদিহিতার একটা ব্যবস্থা করা উচিত, অগ্রগতির একটা রিপোর্ট দেশবাসীর কাছে নিয়মিত ভাবে তুলে ধরার আহবান করছি! অন্যথায় আবারও সেই একই বৃত্তের পুনরাবৃত্তি- ব্লগের পোস্ট স্টিকি হওয়া, ভবিষ্যত প্রধানমন্ত্রীর হেন করেঙ্গা তেন করেঙ্গা টাইপ এর কথা.... আর মাঝখানে বাংলাদেশ কে সেই "বানর আর তৈলাক্ত বাঁশ" এর জটিল অঙ্কের ভিতর নিক্ষেপ করা! শেষ কথা, এভাবে আর কতদিন???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




