আজি তোমারই লাগিয়া নিরলে জাগিয়া
গেঁথেছি যে মালা খানি ।
তব চরণের পরে দিবো গো উজার করো
আমার ও হদয় খানি ।।
আজি উত্তরীয় বায় যে মেঘমালা হায়
কাঁদিছে বধু তোমারি লাগি ;
আমি জানি - আমি জানি কেন করিছে মনো
এমনও রোধনখানি ।।
আজি তোমারই লাগিয়া নিরলে জাগিয়া
গেঁথেছি যে মালা খানি ।
নিশি গেল মোর জাগিছে বিরহ ভোর
দীর্ঘ দিবস রহিছে পরে ;
উতলা প্রাণের বিরহটানে দেবে কি
সাড়া এ করুণ গানে ;
ভাবছি বুঝি মিছি মিছি ।।
আজি তোমারই লাগিয়া নিরলে জাগিয়া
গেঁথেছি যে মালা খানি ।
তব চরণের পরে দিবো গো উজার করো
আমার ও হদয় খানি ।।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




