নিজেকে বুঝিনা ঠিক ;
তোমায় ও যে খুব বুঝি
তাও না !
এ নশ্বর পৃথিবীতে বড্ড বেমানান এক পথিক আমি ;
আটকে আছি অন্য কোন মায়ার পাঁকে !
পরশ্রী চর্চায় ছিলাম মশগুল ,
ছিলাম ভুলে তোমায় অন্য কোন ধ্যানে ব্যস্ত ;
প্রভু ক্ষমা করো আমায় ;
সিক্ত করো হদয় আমার তোমার করুণার বারিধারায় ;
বড্ড অভিমান জমে আছে বুকের জমিনে
প্রভু তুমুল কোন তুফানে দাও তারে দূর করে ।
ডাকি নাই তো তোমায় প্রভাতের আলোয় যখন-
ফুল পাখি যৌবন ছিল ঘিরে ;
তবে এ সন্ধ্যায় কেন কাঁপে বুকের পাটা ?
কোন সে ভয় কেড়ে নেয় সব সুখ !
কোন প্রমোদভবনে আর পাইনা সুখ !
এ কোন অসুখ বুকে আমার ?
কে কেড়ে নিলো রাতের সব মায়া ?
দিনের সব আলো !
প্রমুদিত এই আমি আজ শূণ্য হাতে তোমার দারে দন্ডায়মান ;
প্রভু ক্ষমা করো আমায় ;
তোমার ক্ষমাই হোক আমায় শ্রেষ্ঠ প্রাপ্তি ।
১৮ এপ্রিল ২০১০ ইং
বিকেল :৫টা ৫৯ মি ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




