ব্যট হাতে ১৪৪ রান আর বল হাতে ৬ উইকেট !!! এমন পারফরমেন্স
এই মুহুর্তে পৃথিবীর সেরা অলরাউন্ডার কেই মানায়।
*** বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে শতক হাঁকানোর পাশাপাশি পাঁচ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।
*** বিশ্বের ২১তম ক্রিকেটার হিসেবে টেস্টে শতকের পাশাপাশি পাঁচ উইকেট তুলে নিলেন সাকিব।
*** টেস্টে এ নিয়ে ৯ বার ইনিংসে পাঁচটি বা তার বেশি উইকেট নিলেন সাকিব। দেশের পক্ষে টেস্টে সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেয়ার রেকর্ডওটি তার দখলে।
জানিনা এই টেষ্টে এ কোন রেজাল্ট আসবে কি না তবে কিন্তু এই পারফরমেন্স অনেকেই অনেকদিন মনে রাখবে। আরো এগিয়ে যাবে সাকিব আল হাসান ... আমাদের শুভকামনা রইলো।
কিছুটা আফসোস
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




